Advertisement
Advertisement
BKS Data entry operator

পুজোর মুখে সুখবর! বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের পারিশ্রমিক

এতোদিন তাঁদের বেতন ছিল ১৪ হাজার ৩৮০ টাকা। পাশাপাশি ২০২৫ সালের ১ জুলাই থেকে তাঁদের বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হচ্ছে। সবমিলিয়ে উপকৃত হতে চলেছে বহু কর্মচারী।

Remuneration may hike for BKS Data entry operator
Published by: Paramita Paul
  • Posted:October 6, 2024 9:46 am
  • Updated:October 6, 2024 10:02 am

নব্যেন্দু হাজরা: পুজোর মুখে সুখবর! বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের পারিশ্রমিক! পাশাপাশি তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করতে চলেছে নবান্ন।

PRSKF-এর রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েকের দাবি অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে সারা রাজ্যে কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হচ্ছে। এতোদিন তাঁদের বেতন ছিল ১৪ হাজার ৩৮০ টাকা। পাশাপাশি ২০২৫ সালের ১ জুলাই থেকে তাঁদের বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হচ্ছে। সবমিলিয়ে উপকৃত হতে চলেছে বহু কর্মচারী। বিষয়টি নিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ড: মানস রঞ্জন ভূঞ্যাকে ধন্যবাদ জানিয়েছে কর্মচারীদের সংগঠন।

Advertisement

সম্প্রতি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার। বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও বর্ধিত হচ্ছে। রাজ্য সরকারের দুই সমাজকল্যাণ প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টরা এতদিন পারিশ্রমিক পেতেন ১৫ হাজার টাকা। এবার তা বেড়ে হল ২১ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ১৬ হাজার টাকা। কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক ১২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৬ হাজার টাকা।

প্রথম পাঁচ বছর অ্যাকাউন্ট্যান্টদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে ৮০০ টাকা করে। ৫ বছর পর পারিশ্রমিক হবে ২৬ হাজার, ১০ বছর পর পারিশ্রমিক হবে ৩২ হাজার এবং ১৫ বছর পর পারিশ্রমিক হবে ৪০ হাজার টাকা। তার পর থেকে বছরে ১২০০ টাকা করে পারিশ্রমিক বাড়বে। ডেটা ম্যানেজারদের বর্তমান পারিশ্রমিক ১৬ হাজার। ৫ বছর পর পারিশ্রমিক হবে ২০ হাজার টাকা। ১০ বছর পর পারিশ্রমিক দাঁড়াবে ২৫ হাজার টাকা। ১৫ বছর পার করলে পারিশ্রমিক হবে ৩১ হাজার টাকা। সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে ১ হাজার টাকা করে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement