Advertisement
Advertisement
RG Kar Doctor Death

আর জি কর ইস্যুতে পথে নামছেন মমতা, কী দাবিতে মিছিলে মুখ্যমন্ত্রী? ব্যাখ্যা দিলেন ডেরেক

আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল বাংলা। রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে রাজনৈতিক দলগুলো। এদিকে শুক্রবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে হাঁটবেন তিনি।

RG Kar Doctor Death: Why Mamata Banerjee leading a rally on RG Kar issue, says Derek O'brien
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 16, 2024 10:30 am
  • Updated:August 16, 2024 12:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল বাংলা। রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে রাজনৈতিক দলগুলো। এদিকে শুক্রবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মিছিলে হাঁটবেন তিনি। কিন্তু কোন দাবিতে এই মিছিল? এক্স হ্যান্ডেলে জানালেন ডেরেক ও ব্রায়েন।

ডেরেক জানিয়েছেন, তদন্ত সংক্রান্ত একাধিক দাবি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর। তরুণীর মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। রবিবার অর্থাৎ আগামিকালের মধ্যে পুলিশ রহস্যভেদ করতে না পারলে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন। তবে রবিবারের আগেই কলকাতা হাই কোর্ট মামলা তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। এর পরই মিছিলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যে দাবিগুলোকে সামনে রেখে এই মিছিল সেগুলো হল, প্রথমত, প্রতিদিন তদন্তে কী উঠে আসছে তা জানাতে হবে। দ্বিতীয়ত, রবিবারের মধ্যে সিবিআইকেও রহস্যভেদ করতে হবে। তৃতীয়ত, কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। মামলা পাঠাতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে।

Advertisement

 

[আরও পড়ুন: আর জি করে হামলার প্রতিবাদে অনশনে জুনিয়র চিকিৎসকরা, ১২ ঘণ্টা বনধ ডাকল SUCI]

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলাগুলোর তদন্তভার থাকে অধিকাংশ ক্ষেত্রেই নিয়মের বেড়াজালের কারণে সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয় না। মুখ্যমন্ত্রীর দাবি, এই মামলার ক্ষেত্রে চুপচাপ বিষয়টিকে ‘কবর’ দেওয়া উচিত হবে না। যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে কঠোরতম শাস্তি দিতে হবে। এই বর্বরচিত কাজে জড়িতরা যাতে কোনওভাবেই ছাড় না পায়, সেই দাবি তো রয়েইছে।

[আরও পড়ুন: মাঝরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব, অভিযুক্তদের হদিশ পেতে পুলিশের ‘অস্ত্র’ সোশাল মিডিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement