সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোনয়নের সময়সীমা কি বাড়বে? রাজ্য নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে হাই কোর্টের অন্তবর্তী স্থগিতাদেশ জারির পর এই প্রশ্নই উঠেছিল রাজ্য-রাজ্যনীতিতে৷ যদিও কমিশন সূত্রে খবর, নতুন করে আর কোনও বিজ্ঞপ্তি করা হবে না৷ ফলে মনোনয়নের সময়সীমাও আর বাড়বে না৷
[ মনোনয়ন প্রত্যাহার নিয়ে কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের ]
এর আগে বিজেপির দায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নির্বাচনী প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করবে না। তবে রাজ্যের কোনও নাগরিকের গণতান্ত্রিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, কমিশন যেন সে ব্যাপারে সতর্ক থাকে৷ তারপরই সোমবার মনোনয়নের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন৷ তবে রাতারাতি তা প্রত্যাহার করা হয়৷ নয়া বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আইনি জটিলতার কারণে পুরনো নির্দেশ বাতিল করা হচ্ছে৷ এই সংক্রান্ত একটি মামলাতেই আজ হাই কোর্ট কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে৷ অর্থাৎ এর ফলে মনোনয়নের সময় বাড়ানোর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল৷ কিন্তু সে অধিকার কমিশনের উপরই ছেড়ে দেয় আদালত৷ জানানো হয়, স্বাধীন সংস্থা হিসেবে এক্ষেত্রে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷ এদিকে স্থগিতাদেশ অনুযায়ী, আজ মনোনয়ন জমা করা যেত৷ কিন্তু যে সময় রায় এল ততক্ষণে সেই সময় পেরিয়েছে৷ তাহলে কি নতুন করে সময় বাড়ানো হবে? যদিও কমিশন সূত্রে খবর, আর কোনও বিজ্ঞপ্তি জারি করা হবে না৷ ফলে মনোনয়নের সীমা বাড়ানোও হবে না৷
[ গাড়ি থেকে নামিয়ে মার বিধায়িকা ফিরোজা বেগমকে, প্রতিবাদে পথ অবরোধ কংগ্রেসের ]
আদালতের স্থগিতাদেশের পর বৈঠকে বসেন কমিশনেকর কর্তারা৷ সূত্রের খবর, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ কমিশনের পর্যবেক্ষণ, আদালত জানিয়েছে কোনওভাবেই যেন নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত না হয়৷ অর্থাৎ যে কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নতুন বিজ্ঞপ্তি যেন সে প্রক্রিয়ার অন্তরায় না হয়ে ওঠে৷ কমিশন সূত্রে খবর, এই জটিলতার পর আর কোনও বিজ্ঞপ্তি জারি হবে না৷ তবে আদালতে হলফনামা দিয়ে জানিয়ে দেওয়া হবে, এই প্রক্রিয়া কোনওভাবে ব্যাহত হয়নি৷ কেননা ইতিমধ্যেই ২০টি জেলার জেলাশাসককে জানিয়ে দেওয়া হয়েছিল এসডিও অফিসেও মনোনয়ন জমা নিতে৷ শুধু জেলা পরিষদ নয়, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়নও জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ এছাড়া ব্যক্তিগতভাবে যে অভিযোগ এসেছিল তাও সমাধান করেছে কমিশন৷ সুতরাং নতুন করে আর সময়সীমা না বাড়ানোরই পক্ষপাতী কমিশন৷
[ মামলা দায়ের করতে গিয়ে এজলাসের মধ্যেই হেনস্তার শিকার বিজেপির আইনজীবী ]