Advertisement
Advertisement
Shahjahan Sheikh

৫৫ দিন কোথায় ছিলেন, কী করছিলেন? ভবানী ভবনে লাগাতার জেরায় ‘ফাঁস’ করলেন শাহজাহান

৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার পর বাড়ির সামনে দাঁড়িয়েই অনুগামীদের সঙ্গে বৈঠক করেছিলেন শাহজাহান।

Shahjahan Sheikh opens up on going 'missing' for 55 days
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 2, 2024 10:41 am
  • Updated:March 2, 2024 1:54 pm

অর্ণব আইচ: ভবানী ভবনে দুঁদে সিআইডি অফিসারদের জেরার মুখে ধীরে ধীরে ভোলবদলাতে শুরু করেছেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান (Shahjahan Sheikh)! তদন্তে পুরোপুরি সহযোগিতা না করলেও গ্রেপ্তারির পরই যে ঔদ্ধত্য দেখা গিয়েছিল, এখন তা অনেকটাই তলানিতে বলেই খবর। সূত্রের খবর, গ্রেপ্তারির আগে ৫৫ দিন কোথায়, কীভাবে ছিলেন জেরায় তা জানিয়েছেন শাহজাহান।

ভবানী ভবনে জেরা শুরুর প্রথম দিকে প্রতিমূহূর্তে ঔদ্ধত্য দেখিয়েছিলেন শাহজাহান শেখ। বারবার দাবি করছিলেন, প্রথম দফায় পুলিশকে যা বলেছেন, সেটাই শেষ কথা। বারবার এক কথা বলতে রাজি নন তিনি। খাওয়াদাওয়া নিয়েও বিভিন্ন দাবি করছিলেন। কিন্তু টানা জেরার মুখে না ভাঙলেও মচকালেন শাহজাহান। কারণ, এক পর্যায়ে তিনি বুঝে গিয়েছেন দল আর তাঁর পাশে নেই। সূত্রের খবর, গ্রেপ্তারির আগের ৫৫ দিন কী কী করেছেন তা জেরায় জানিয়েছেন শাহজাহান। বলেছেন, ৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার পরই বাড়ির সামনে দাঁড়িয়েই অনুগামীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ঠিক করেছিলেন পরবর্তী পদক্ষেপ কী হবে।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকায় খুন বীরভূমের নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ! রহস্যময় ফোন পেয়ে থানায় ছুটল পরিবার]

এই ৫৫ দিন নিজের গড় সন্দেশখালিতেই ছিলেন শাহজাহান। বিভিন্ন দ্বীপে দ্বীপে অনুগামীদের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছিলেন। যোগাযোগ রাখছিলেন অনুগামীদের সঙ্গে। তিনিই সকলকে শিখিয়ে দিচ্ছিলেন কোথায় কাকে কী বলতে হবে। কিন্তু এত পরিকল্পনা সত্ত্বেও অবশেষে ধরা দিতেই হল শাহজাহানকে। এদিকে যে ইডি কর্তা শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই গৌরব ভারিলকে তলব করেছে সিআইডি। তার বয়ানও রেকর্ড করা হবে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: শাহ চেয়েছিলেন ৩৫, মোদি বললেন, ‘সব চাই’, বাংলায় কি প্রত্যাশা বাড়ছে বিজেপির?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ