Advertisement
Advertisement

দিনেদুপুরে এন্টালিতে গুলি, জখম ১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রণক্ষেত্র এন্টালি৷ বিবিবাগানে দিনদুপুরে বাইকে চেপে এসে গুলি চালাল একদল দুষ্কৃতী৷ গুলিতে জখম আসলাম নামে এক ব্যক্তি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এন্টালি চত্বর৷ দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা৷ পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী৷ এন্টালিতে কেন বারবার প্রকাশ্যে গুলি চলবে, প্রশ্ন […]

Shooting at entally one injured 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 3:58 pm
  • Updated:June 16, 2016 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রণক্ষেত্র এন্টালি৷ বিবিবাগানে দিনদুপুরে বাইকে চেপে এসে গুলি চালাল একদল দুষ্কৃতী৷ গুলিতে জখম আসলাম নামে এক ব্যক্তি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এন্টালি চত্বর৷ দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা৷ পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী৷ এন্টালিতে কেন বারবার প্রকাশ্যে গুলি চলবে, প্রশ্ন এলাকাবাসীর৷

দুই দুষ্কৃতী দলের মধ্যে বিবাদের জেরেই গুলি বলে পুলিশি অনুমান৷ সূত্রের খবর, আহত আসলাম স্থানীয় একটি নির্মীয়মাণ আবাসনের প্রোমোটারের ঘনিষ্ঠ সহযোগী৷ এলাকার কেউ কেউ দাবি করেছেন, আসলামের সঙ্গে ওই নির্মীয়মাণ আবাসন থেকে লাভের বখরা নিয়ে ঘনিষ্ঠদের বচসার জেরেই এদিন তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়৷ পুলিশ তদন্তে নেমে ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে৷ ঘটনাস্থলে লালবাজারের গুণ্ডাদমন শাখা ও এন্টালি থানার পুলিশ৷ ঘটনাস্থলে এখনও চরম উত্তেজনা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement