Advertisement
Advertisement

Breaking News

‘সান্থারা’ অবলম্বন করে মৃত্যু হল সোহানি দেবীর

রোগযন্ত্রণা জৈন মতে সান্থারা অবলম্বন করেছিলেন সোহানি দেবী৷

Soahani Devi Passed away following jain ritual Santhara
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 1:10 pm
  • Updated:October 2, 2016 1:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে জৈন মতে সান্থারা অবলম্বন করেছিলেন সোহানি দেবী দুগর৷ শনিবার রাতে মৃত্যু হল তাঁর৷

জীবনের ভোগ, আনন্দ শেষ হলে কেউ যদি চান তো তিনি শরীর ত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন৷ এমনটাই বৈধ জৈন মতে৷ তা সমর্থন করেছিল দেশের সর্বোচ্চ আদালতও৷ আর তারপরই স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন সোহানি দেবী৷ জানা যাচ্ছে, দীর্ঘদিন রোগযন্ত্রণায় ভুগছিলেন তিনি৷ চিকিৎসা করিয়েও কোনও সাড়া মেলেনি৷ অসুস্থতা বয়ে বেড়ানো একরকম দস্তুর হয়ে দাঁড়িয়েছিল৷ তাই সান্থারা অবলম্বন করার সিদ্ধান্ত নেন৷ সে কারণে গত ২০ সেপ্টেম্বর থেকে অন্নজল ত্যাগ করেন তিনি৷ তাঁর সিদ্ধান্তকে সম্মান জানান পরিজনরাও৷ তাঁর মেয়ে জানিয়েছিলেন, জীবন যেমন আনন্দে কাটিয়েছেন সোহানি দেবী, মৃত্যুকেও যেন তিনি সেই আনন্দেই বরণ করে নিতে পারেন৷ সকলের সমর্থনেই মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন সোহানিদেবী৷ গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ সর্বোচ্চ আদালতের নির্দেশের পর এটিই সম্ভবত দেশে প্রথম সান্থারা অবলম্বন করে স্বেচ্ছামৃত্যুর ঘটনা৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ