সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল সনিকা সিং চৌহানের দুর্ঘটনায় মামলা থেকে রেহাই মিলল না বিক্রম চট্টোপাধ্যায়ের৷ আলিপুর আদালতে খারিজ অভিনেতার আবেদন৷ পথ দুর্ঘটনায় বান্ধবী সনিকা সিং চৌহানের মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ সেই মামলা থেকেই অব্যাহতি চেয়েছিলেন তিনি৷ মঙ্গলবারই ছিল মামলার শুনানি৷ এই ঘটনায় বিক্রমের বিরুদ্ধে চার্জগঠনের নির্দেশ আলিপুর আদালতের৷ আগামী ৩ ডিসেম্বর এই মামলার চার্জগঠন করা হবে৷
Model Sonika Chauhan death case: Discharge application filed by actor Vikram Chatterjee has been dismissed by Alipore Court in Kolkata. #WestBengal
— ANI (@ANI) October 9, 2018
[এবার ধর্ষণের অভিযোগ ‘সংস্কারি’ অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে]
২০১৭-র ২৯ এপ্রিল নাইট ক্লাব থেকে বন্ধু বিক্রমের গাড়িতে করেই বাড়ি ফিরছিলেন মডেল সনিকা সিং চৌহান৷ মধ্যরাতে শহরের রাজপথেই ঘটে দুর্ঘটনা৷ প্রাণহানি হয় মডেলের৷ মাথায় সামান্য চোট পান বিক্রম৷ বেশ কয়েকদিন হাসপাতালেও ভরতি ছিলেন তিনি৷ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন বিক্রম৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দায় এড়াতে আত্মগোপনও করেছিলেন অভিনেতা। কিন্তু লাভ কিছুই হয়নি। বন্ধুর ফোনে আড়ি পেতে অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর টানা তিনমাস জেলে কাটাতে হয়েছে এই টলিউড অভিনেতাকে। তিনমাস পর বাড়ি ফিরে বেশ কিছুদিন অন্তরালে কাটান অভিনেতা। বান্ধবী সনিকা সিংয়ের মৃত্যুর পর তাঁর ঘাড়েই চেপেছিল যাবতীয় দায়। বলা হয়েছিল, তিনিই সনিকার মৃত্যুর জন্য দায়ী। মদ্যপ অবস্থায় জোরে গাড়ি না চালালে এত বড় দুর্ঘটনা ঘটতই না। বেঁচে থাকতেন সনিকা। বিক্রমের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়। সেই মামলা থেকেই অব্যাহতি চেয়েছিলেন বিক্রম। আদালতের দ্বারস্থ হন তিনি৷ সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার৷ মামলার বয়ান খতিয়ে দেখে বিচারক বিক্রমের আবেদন খারিজ করে দেয়৷ এই ঘটনায় চার্জ গঠনের নির্দেশ দেন৷ আগামী ৩ ডিসেম্বর এই মামলায় চার্জ গঠন করা হবে৷
[নিরাপত্তা প্রকল্পেই পুজো কমিটিকে অনুদান, হাই কোর্টে সাফাই রাজ্যের]
সনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় জেলে যাওয়ার ফলে বেশ কয়েকদিন রূপোলি পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন বিক্রম৷ পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘শুভ নববর্ষ’ সিনেমা দিয়ে আবারও টলিউডে কাজ শুরু করেন তিনি৷ এই মুহূর্তে ‘ফাগুন বউ’ সিরিয়ালে কাজ করছেন বিক্রম৷ ভাসছেন জনপ্রিয়তার জোয়ারে৷ আদালতের নির্দেশে বেশ খানিকটা অস্বস্তিতে অভিনেতা৷