Advertisement
Advertisement

Breaking News

Gangasagar Mela 2024

‘গঙ্গাসাগর ভারতের সবচেয়ে বড় মেলা’, পুণ্যার্থীদের যাতায়াত-নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। তার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন-বাস চালানো হবে। থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও। শুধু পরিবহণ নয়, মেলার জন্য় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

Special arrangements for devotees attending Gangasagar Mela 2024

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:December 27, 2023 2:24 pm
  • Updated:December 27, 2023 3:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর (Gangasagar) মেলা। তার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন-বাস চালানো হবে। থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও। শুধু পরিবহণ নয়, মেলার জন্য় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। থাকছে এক হাজারেরও বেশি সিসিটিভি। মেলায় গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলে থাকছে বিমার সুবিধাও।

৮  থেকে ১৭ জানুয়ারি চলবে গঙ্গাসাগরের মেলা। সেই প্রস্তুতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন ১৫ মন্ত্রী। ১৮ দপ্তরের শীর্ষ আধিকারিক। দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনও। এদিন মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, “গঙ্গাসাগর ভারতের সবচেয়ে বড় মেলা। অন্তত ৪০ লক্ষ মানুষের সমাগম হবে।” সেখানে আগত দেশ-বিদেশের পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: দিল্লির ভরসায় নয়, লড়তে হবে নিজেদের সংগঠনের শক্তি দিয়েই, শুভেন্দুদের বার্তা শাহের]

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিদিন ১৫-১৬টি অতিরিক্ত বাস চলবে। সবমিলিয়ে ২ হাজার ২৫০টি সরকারি বাস যাতায়াত করবে। চলবে অতিরিক্ত ৬৬টি ট্রেন। থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও। ২২টি জেটিকে মজবুত করা হচ্ছে। শুধু যাতায়াতের ব্যবস্থা নয়, মেলার নিরাপত্তার জন্য অতিরিক্ত সিসিটিভির ব্যবস্থা থাকছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ হাজার ১৫০টি সিসিটিভি থাকবে মেলা প্রাঙ্গনে। থাকছে জিপিএস ও স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা। শুধু যন্ত্রের মাধ্যমে নজরদারি নয়, অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় থাকবে পর্যাপ্ত পুলিশ। ২ হাজার ৪০০ জন সিভিল ডিফেন্সের কর্মী। প্রচুর সিভিক ভলান্টিয়ারও। পাশাপাশি মেলায় গিয়ে দুর্ঘটনায়. কারও মৃত্যু হলে ৫ লক্ষ টাকার বিমার সুবিধাও পাবেন পুণ্যার্থীরা। 

Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের প্রাক্তন ছাত্রের প্রেমপ্রস্তাবে সাড়া দাও’, ছাত্রীকে নোটিস খোদ অধ্যক্ষের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ