Advertisement
Advertisement

Breaking News

বর্ষশেষে যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান মেট্রোয়

মেট্রো কর্তৃপক্ষের দাবি, বর্ষশেষে পার্কস্ট্রিট স্টেশন থেকে নাকি বেরোতেই ইচ্ছে করবে না যাত্রীদের৷

Special Events Will Be Held In KoMetro Stations On 31 December
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 9:46 am
  • Updated:December 24, 2016 9:46 am

নব্যেন্দু হাজরা: ট্রেনে বা মেট্রোয় আপনার কোsনও বিশেষ ঘটনা স্মৃতি হয়ে রয়েছে? তবে আর দেরি নয়৷ মেট্রো স্টেশনে বসে বিখ্যাত শিল্পীদের সামনে রং তুলিতে ফুটিয়ে তুলুন সেই ঘটনা৷ শিল্পীদের ভাল লাগলে আপনিও হয়ে যাবেন সেরা শিল্পী৷
বর্ষশেষে সাধারণ যাত্রীদের জন্য এবার লাইভ ইভেন্ট আসছে মেট্রোয়৷ পার্কস্ট্রিট স্টেশনে নেমে এবার আপনিও অংশ নিতে পারবেন সেই ইভেন্টে৷ আঁকা থেকে নাচ, গান, আবৃত্তি৷ মেট্রোযাত্রীদের নিয়ে স্টেশনেই হবে নানা অনুষ্ঠান৷ তবে শুধু সাধারণ যাত্রীরাই নন৷ সেখানে থাকার কথা অনেক নামী-দামি শিল্পীর৷ যে কেউ চাইলে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন৷ আগামী ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত পার্কস্ট্রিট স্টেশনের আপ প্ল্যাটফর্মে হবে এই অনুষ্ঠান৷ মেট্রোসূত্রে খবর, শিল্পী ওয়াসিম কাপুর থেকে সনাতন দিন্দা বা মল্লার ঘোষ অনেকেরই থাকার কথা সেখানে৷ কর্তৃপক্ষের দাবি, যাত্রীরা এবার ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ছাড়ার আগেই আটকা পড়বেন এমন ইভেন্টে৷ যা আগে কখনও হয়নি৷ বর্ষশেষে সবাই পার্কস্ট্রিটে আসেন আলো দেখতে, খাওয়া-দাওয়া করতে, ডিস্কে যেতে, হুল্লোড়ে মাততে৷ তবে এবার যাত্রীদের জন্য স্টেশনেই মেট্রো রাখছে এই মেগা ইভেন্টকে৷ তাছাড়া ৩১ ডিসেম্বর সাধারণ দিনে শেষ মেট্রোর পরও অতিরিক্ত মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ কারণ অনেকেই গভীর রাত পর্যন্ত রাস্তায় থাকেন৷ বিশেষত পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশন চত্বরেই ভিড়টা বেশি হয়৷ তাঁরা যাতে ঠিক ভাবে বাড়ি ফিরতে পারেন সেকথা ভেবেই এই বিশেষ ব্যবস্থা৷
মেট্রো কর্তৃপক্ষের দাবি, বর্ষশেষে পার্কস্ট্রিট স্টেশন থেকে নাকি বেরোতেই ইচ্ছে করবে না যাত্রীদের৷ স্টেশন থেকে বের হওয়ার আগেই যাত্রীদের জন্য মেট্রো এবার আয়োজন করছে নানা শো-য়ের৷ সকাল থেকে রাত–টানা পাঁচদিন ধরে হবে এই অনুষ্ঠান৷ বহু বিশিষ্ট ব্যক্তিত্বকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ মেট্রো রেলওয়ে মহিলা কল্যাণ সমিতির তরফে পুরো বিষয়টি দেখভাল করা হচ্ছে৷ এমন অনুষ্ঠান আগে যে হয়নি তা জানান মেট্রো কর্তারা৷ তাঁদের দাবি, সারা বছরই তো যাত্রীরা মেট্রোয় চড়েন৷ ভিড় ঠেলে কখনও ট্রেনে ওঠেন, কখনও বা মেট্রো বিভ্রাটে তাঁদের সমস্যায় পড়তে হয়৷ আবার মেট্রোই শহরের লাইফলাইন হিসাবে কাজ করে৷ তাই বছরের শেষে এবং নতুন বছরের গোড়ায় সেই যাত্রীদেরই একটু বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে মেট্রোর তরফে৷
প্রতিবছরই এই সময় পার্কস্ট্রিট স্টেশনে ব্যাপক ভিড় হয়৷ সেকথা মাথায় রেখেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে পার্কস্ট্রিট স্টেশন৷ ভিড়ের চাপে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেকারণে বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে৷ তাছাড়া এসপ্ল্যানেড এবং চাঁদনি স্টেশনেও নিরাপত্তার কড়াকড়ি করা হচ্ছে৷ মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “বর্ষশেষে একটা ইভেন্টের আয়োজন করার কথা চলছে৷ কিন্তু কী হবে তা এখনও ঠিক হয়নি৷’’

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ