Advertisement
Advertisement

Breaking News

গ্রেপ্তার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

টেট প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার৷

State BJP leader Jay Prakash Majumdar arrested after marathon grilling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2017 7:46 pm
  • Updated:January 14, 2017 8:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মামলা করিয়ে দেওয়ার নাম করে টেট প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে ম্যারাথন জেরার পর গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ৷

অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েক জন টেট প্রার্থীর কাছ থেকে ৭ লাখেরও বেশি অর্থ হাতিয়ে নেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে গত ২৮ আগস্ট বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন টেট পরীক্ষার্থীদের সংগঠনের আহ্বায়ক অরূপ রতন রায় নামে এক ব্যক্তি৷ তাঁর লিখিত অভিযোগ ছিল, টেট পরীক্ষার্থীদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার নাম করে ওই অর্থ নেন জয়প্রকাশ মজুমদার৷ মামলার জন্য কোনওরকম তদ্বির তো তিনি করেননি, উল্টে দীর্ঘদিন ধরে টাকা আটকে রেখেছিলেন জয়প্রকাশবাবু৷

Advertisement

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে বলে রাজ্য সরকার প্রতিহিংসার রাজনীতি করছে৷ তবে যে সময় জয়প্রকাশবাবুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল, সে সময় তিনি অন্য দলে ছিলেন বলে এদিন সাবধানী মন্তব্য করেছেন দিলীপবাবু৷ মুখ্যমন্ত্রী তাঁকেও গ্রেপ্তার করতে পারে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি৷

Advertisement
জয়্প্রকাশের বিরুদ্ধে অভিযোগপত্র
জয়্প্রকাশের বিরুদ্ধে অভিযোগপত্র

এরপর ওই পরীক্ষার্থীরা টাকা চাইতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেন জয়প্রকাশবাবু৷ এরপরই বিধাননগর উত্তর থানায় জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অরূপবাবু৷ এই ঘটনার তদন্তে নামে পুলিশ৷ জানা গিয়েছে, দু’দিন আগে বৃহস্পতিবার জয়প্রকাশবাবুকে থানায় ডেকে পাঠানো হয়৷ তিনি যাননি৷ এরপর শুক্রবারেও তাঁকে ডাকা হয় থানায়৷ নিজে না গিয়ে তাঁর আইনজীবীকে থানায় পাঠান জয়প্রকাশ মজুমদার৷ শনিবার সকাল ১১টায় অবশ্য নিজেই থানায় হাজিরা দিয়েছেন তিনি৷ তারপর থেকেই দীর্ঘক্ষণ তাঁর বয়ান রেকর্ড করে পুলিশ৷ পড়ে তাঁকে গ্রেপ্তার করা হয়৷

জয়্প্রকাশের বিরুদ্ধে অভিযোগপত্র
জয়্প্রকাশের বিরুদ্ধে অভিযোগপত্র

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ