Advertisement
Advertisement

Breaking News

CBI

জামিন খারিজ শুভ্রা কুণ্ডুর, তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাচ্ছেন CBI আধিকারিকরা

তাঁর পঞ্চসায়রের ফ্ল্যাট সিল করে দিলেন সিবিআই আধিকারিকরা।

Subhra Kundu's bail plea dismissed, she will be taken to Bhubaneswar by CBI on Sunday| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 16, 2021 6:26 pm
  • Updated:January 16, 2021 6:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি (Rose Valley)কাণ্ডে গ্রেপ্তার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর জামিনের আবেদন খারিজ সিবিআই (CBI) আদালতে। তাঁকে ২ দিনের ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। পাশাপাশি, বাইপাসের ধারে পঞ্চসায়রে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটটিও সিল করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা। পরবর্তী সময়ে তদন্তের স্বার্থে এই ফ্ল্যাটে তল্লাশি চালাতে পারেন তাঁরা। সেখান থেকে কোনও সম্পত্তির হদিশ মিললেও মিলতে পারে বলে ধারণা তদন্তকারীদের। 

শুক্রবার শুভ্রা কুণ্ডুকে (Subhra Kundu) গ্রেপ্তারির পর শনিবার আদালতে পেশ করা হয়। সেখানে তাঁর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেন। বলা হয়, ৭ বছরের মেয়ের মা শুভ্রা। তাই তাঁকে জামিন দেওয়া হোক। নইলে মাকে ছাড়া সমস্যায় পড়বে ছোট মেয়েটি। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দেন। সিবিআইয়ের আবেদন মেনে শুভ্রাকে ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার পক্ষেই রায় দেন বিচারক। সূত্রের খবর, আদালত থেকে শুভ্রা কুণ্ডুকে নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, সিবিআই দপ্তরে। রবিবার সকালের বিমানেই তাঁকে নিয়ে ভুবনেশ্বর যেতে পারেন আধিকারিকরা, তেমনই স্থির হয়েছে। সেখানে ফের আদালতে পেশ করে রোজভ্যালি কাণ্ডে ধৃত শুভ্রা কুণ্ডুকে নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: বিনামূল্যে টিকা পাবেন রাজ্যবাসী, খরচ দিতে প্রস্তুত সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ, রোজভ্যালি সংস্থার বিপুল অঙ্কের টাকা পাচার করেছেন তিনি। ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ বিভিন্ন জায়গায় টাকা সরিয়ে দিয়েছেন। বিদেশে ওই টাকা পাঠিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন তিনি রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে টাকা বের করেছিলেন, জেরায় সেই সংক্রান্ত কোনও তথ্য শুভ্রা দিতে পারেননি বলেই দাবি সিবিআইয়ের। রোজভ্যালির গয়নার দোকান ‘অদ্রিজা’র ডিরেক্টর ছিলেন শুভ্রা। সেখান থেকেও কোটি কোটি টাকার গয়না তিনি অন্যত্র সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন:  সিঙ্গাপুরের সংস্থায় উচ্চপদে চাকরির টোপ, নামী ওয়েবসাইটে প্রতারণা, গ্রেপ্তার মহিলা]

এদিকে, শনিবার শুভ্রা কুণ্ডুর পঞ্চসায়রের ফ্ল্যাট সিল করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ফ্ল্যাটে বহুদিনই আর আসাযাওয়া ছিল না শুভ্রা বা পরিবারের অন্য কারও। তা সত্ত্বেও তদন্তকারীদের নজরে পঞ্চসায়রের শুভ্রার এই বিলাসবহুল ফ্ল্যাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ