Advertisement
Advertisement
Teacher Recruitment Scam

‘আর কতদিন রাস্তায় থাকব?’, নিয়োগ দুর্নীতিতে ‘হাহাকার’ চাকরিপ্রার্থীদের, আশ্বাস হাই কোর্টের

প্রধান বিচারপতির কাছে দ্রুত বিশেষ বেঞ্চ গঠনের আর্জি।

Teacher recruitment scam: Calcutta HC to form special bench soon |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 16, 2023 2:55 pm
  • Updated:November 16, 2023 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে ৬ মাসের মধ্যে মামলাগুলি নিষ্পত্তির সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা নিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী। তাঁর আবেদন, আর কতদিন চাকরির দাবিতে এঁরা রাস্তায় বসে থাকবে? দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হোক, এই মর্মে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, প্রধান বিচারপতি তাঁকে আশ্বাস দিয়েছেন।

গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাই কোর্টেই। পাশাপাশি তদন্ত শেষ, মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না, নির্দেশে এমনই জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এছাড়া দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করতে হাই কোর্টের প্রধান বিচারপতির অধীনে বিশেষ বেঞ্চ গড়তে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘এদিক ওদিক ছিটকে পড়লাম সকলে’, সিঙ্গুরে ভয়ংকর অভিজ্ঞতা চিৎপুরের যাত্রাশিল্পীদের]

সেসব নির্দেশকে হাতিয়ার করে পুজোর ছুটির পর হাই কোর্ট খুলতেই, বৃহস্পতিবার প্রধান বিচারপতির দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ি। তাঁর আবেদন, আর কতদিন চাকরিপ্রার্থীরা এভাবে রাস্তায় বসে আন্দোলন করবেন? দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে মামলার নিষ্পত্তি হোক। তাহলে তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রধান বিচারপতি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আশ্বাস দিয়েছেন, দ্রুতই উচ্চ আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে।

[আরও পড়ুন: মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement