Advertisement
Advertisement
Madhyamik

এবার মাধ্যমিকের নম্বর অনলাইনে জমা করবেন শিক্ষকরা, বড়সড় সিদ্ধান্ত নিল পর্ষদ

কেন এই সিদ্ধান্ত? জানালেন পর্ষদ সভাপতি।

Teachers will submit Madhyamik marks in online portal

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 18, 2024 1:13 pm
  • Updated:February 18, 2024 1:13 pm

দিপালী সেন: মাধ্যমিকের নম্বর জমা দেওয়ার জন্য অনলাইন ব্যবস্থা চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। যে ব্যবস্থায় উত্তরপত্র মূল্যায়নের পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রধান পরীক্ষকদের জমা দিতে হবে অনলাইনেই। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে নয়া ব্যবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বলা হয়েছে, এবারের সব বিষয়ের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া হবে অনলাইনে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা চাইছি, গোটা প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হোক। দায়বদ্ধতা বাড়ুক। এই উদ্দেশ্যেই এটা করা হয়েছে।”

মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়াকে সরল ও ত্বরান্বিত করতে ধাপে ধাপে অনলাইনের পথে হাঁটতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তারই অংশ হিসাবে ২০২৩ সালের অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছিল। এবার নম্বর জমা দেওয়ার অনলাইন ব্যবস্থা চালুর মাধ্যমে পরীক্ষা-মূল্যায়ন প্রক্রিয়ার ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগোল পর্ষদ। বিজ্ঞপ্তি অনুসারে, অনলাইনের পাশাপাশি গত বছরের মতো হার্ডকপিতেও নম্বর জমা দিতে হবে প্রধান পরীক্ষকদের। শুরুতে নতুন এই ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে সমস্যার সম্মুখীন হতে পারেন প্রধান পরীক্ষকরা। সে কথা মাথায় রেখে তাঁদের স্ক্রুটিনিয়ারদের সাহায্য নিতে বলা হয়েছে পর্ষদের তরফে। অনলাইনে নম্বর জমা দিতে গেলে কী কী পদক্ষেপ নিতে হবে, তা ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বোঝানো হবে প্রধান পরীক্ষকদের। পাশাপাশি, নতুন ব্যবস্থা সম্পর্কে উৎসাহ দিতে প্রধান পরীক্ষকদের নির্ধারিত সাম্মানিকের সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে পর্ষদ।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকের দিকে এগোলেন প্রণতি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী]

প্রসঙ্গত, চলতি বছর থেকেই উচ্চমাধ্যমিকের নম্বর জমা দেওয়ার অনলাইন ব্যবস্থা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই ব্যবস্থায় পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনলাইনে জমা দিচ্ছে স্কুল। থিয়োরিতে প্রাপ্ত নম্বর অনলাইনে জমা করবেন প্রধান পরীক্ষকরা। ১৬ ফেব্রুয়ারি থেকে সক্রিয় হবে নম্বর জমা দেওয়ার পোর্টালটি।

Advertisement

[আরও পড়ুন: মনোজের শেষ ম্যাচে বিহারকে হেলায় হারিয়ে রনজি অভিযান শেষ করল বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ