Advertisement
Advertisement

শহরে ফের বেপরোয়া গতির বলি ১, গুরুতর আহত ৪ ছাত্রী

পলাতক বাসচালক৷

The driver dead by road accident, injury four students
Published by: Kumaresh Halder
  • Posted:August 19, 2018 5:03 pm
  • Updated:August 19, 2018 5:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে গতির বলি মারুতি গাড়ির চালক৷ রবিবার দুপুরে ডরফিন রোডে বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে জখম চার ছাত্রী৷ আশঙ্কাজনক অবস্থায় এক ছাত্রীকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে৷

মঙ্গলবার রাজ্যে আসছে বাজপেয়ীর চিতাভস্ম, অস্থি বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে জয়পুরিয়া কলেজে পরীক্ষা দিয়ে একটি মারুতি গাড়ি ভাড়া নিয়ে আমতা ফিরছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রী৷ ডরফিন রোডে উঠতেই উলটো দিক থেকে আসা একটি বেপরোয়া বাস মারুতি গাড়িটিকে ধাক্কা মারে৷ বাসের ধাক্কায় টিনের বাক্সর মতো তুবড়ে যায় মারুতি গাড়িটি৷ বাসটি পাশের একটি বাতি স্তম্ভে ধাক্কা মারে৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মারুতি গাড়ির চালক৷ জখম হন চার ছাত্রী৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আপাতত ওই ছাত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ দুর্ঘটনা পর থেকে পলাতক বাসচালক৷

Advertisement

[কেরলের পাশে বাংলা, ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Advertisement

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ডরফিন রোডে যান চলাচল ব্যাহত হয়৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তায় আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে থাকার জেরে থমকে যায় যান চলাচল৷ তৈরি হয় যানজট৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ময়দান থানার পুলিশ৷ ঘাতক বাস ও দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, বাসটির গতি অত্যন্ত বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটিকে ধাক্কা মারে৷ একপশলা বৃষ্টির জেরে রাস্তা ভেজা থাকার কারণে বাসটি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেননি চালক৷ আর তার জেরেই এদিনের এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর৷

[ট্রেনে কাটা পড়লেন একই পরিবারের দুই মহিলা, চাঞ্চল্য বেলঘরিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ