Advertisement
Advertisement

Breaking News

The Kerala Story

দ্য কেরালা স্টোরি: শুভাপ্রসন্নকে নিশানা সায়নী ঘোষের, ‘ওর জন্ম কবে?’, পালটা প্রশ্ন শিল্পীর

'প্রত্যাশা পূরণ না হওয়ায় বিরূপ মন্তব্য', শুভাপ্রসন্নের বিরোধিতার ব্যাখ্যা সায়নীর।

The Kerala Story: Now renouned painter Suvaprasanna and TMCY leader Saayoni Ghosh involved in a tussle | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 11, 2023 9:56 pm
  • Updated:May 12, 2023 9:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সমর্থিত বিশিষ্টজনদের সঙ্গে ফের দলীয় নেতৃত্বের বাকযুদ্ধ প্রকাশ্যে এল। এবার চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে (Suvaprasanna) নিশানা করে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। বৃহস্পতিবার তৃণমূল (TMC) ভবনে যুব নেতৃত্বের সাংবাদিক বৈঠকে উঠে আসে এই ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গ, যা নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। তাতে সায়নী ঘোষের (Saayoni Ghosh) মন্তব্য ছিল, অনেক সময় প্রত্যাশা পূরণ না হলে এ ধরনের মন্তব্য করেন অনেকে। হয়ত শিল্পীর ক্ষেত্রেও তেমনই হয়েছে। এর পালটা জবাবে শুভাপ্রসন্ন প্রশ্ন তোলেন, ওর জন্ম কবে? তৃণমূলের লড়াইয়ের সময় সে কোথায় ছিল?

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা এবং শুভাপ্রসন্নের বিরোধিতা সংক্রান্ত প্রশ্নের জবাবে সায়নী ঘোষ বলেন, ‘‘অনেক সময় প্রত্যাশা না মিটলে অনেকে বিরূপ মন্তব্য করেন। আমার মনে হয় শুভাদার ক্ষেত্রে সেটাই ঘটেছে।’’ এর আগে শুভাপ্রসন্ন রাজ্যে পরিবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন। সেসব প্রসঙ্গ তুলে সায়নীরে আরও মন্তব্য, ‘‘ওঁর কি ১২ বছর আগে এসব মনে ছিল না? তখন তো সে সব কথা বলেননি! এখন কেন বলছেন?”

Advertisement

[আরও পড়ুন: বাইকে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে অঘটন, লরির ধাক্কায় মৃত্যু বিএড ছাত্রের]

এরপর সায়নীর এই আক্রমণের পালটা জবাবে দিতে গিয়ে আরও কড়া ভাষা প্রয়োগ করেন চিত্রশিল্পী। তিনি প্রশ্ন তোলেন, ‘‘তৃণমূলের উত্থানে সায়নীদের কী ভূমিকা রয়েছে? সিপিএমের বিরুদ্ধে আমরা যখন মমতার পাশে থেকে লড়াই করছিলাম, তখন কোথায় ছিলেন? ওঁর কবে জন্ম হয়েছে?’’ তাঁর আরও বক্তব্য, ‘‘দলের সুখের সময়ে যাঁরা এসেছেন, ইতিহাস নিয়ে যাঁরা কিছুই জানেন না, তাঁদের সম্পর্কে কিছু বলতে ইচ্ছা করে না। আমার শুধু একটাই প্রশ্ন – কবে জন্ম হয়েছে?’’ সবমিলিয়ে একটি সিনেমার উপর নিষেধাজ্ঞা ইস্যুতে বিদ্বজনেদের সঙ্গে শাসকদল বারবার সংঘাতে জড়িয়ে পড়ছে।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলে ভাঙন, নিশীথের হাত ধরে বিজেপিতে যোগ তৃণমূলের প্রধান-সহ পঞ্চায়েত সদস্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ