Advertisement
Advertisement
Derek o'brien

স্যর ডেরেক! বিরোধীদের বাক্যবাণ সামলাতে ৩ মহিলা কাউন্সিলরকে ইংরাজি শেখাচ্ছেন তৃণমূল নেতা

ক্লাস চলছে তৃণমূল ভবনে।

Three TMC councillor to teaches English from derek o'brien

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 29, 2024 12:15 am
  • Updated:March 29, 2024 12:15 am

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: স‌্যর ডেরেক ও’ ব্রায়েন। ছাত্রী আপাতত ৩ মহিলা কাউন্সিলর। ক্লাস চলছে তৃণমূল ভবনে। চোস্ত ইংরাজি ক্লাসের পাশাপাশি ঝাঁজালো আক্রমণ। বিজেপির কুৎসা-অপপ্রচারের জবাব বাংলার পাশাপাশি ইংরেজিতে কীভাবে দিতে হবে, সেই প্রক্রিয়া খাতায়-কলমে শিখিয়ে দিচ্ছেন দলের রাজ‌্যসভার নেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন।

তৃণমূল নতুন করে মুখপাত্রদের তালিকা সাজিয়েছে। তাতেই যোগ হয়েছে ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য, ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখেপাধ‌্যায় আর ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীর নাম। প্রত্যেককেই গত সপ্তাহখানেক ধরে প্রশিক্ষণ দিচ্ছেন ডেরেক। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিন কাউন্সিলরই। বসুন্ধরা ইতিমধ্যেই একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। বেশ সপ্রতিভ তিনি।

Advertisement

[আরও পড়ুন: মমতার মৃত্যু কামনা! বিতর্কিত মন্তব্য নিয়ে কী সাফাই দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?]

নেতৃত্বের সঙ্গে একবার সাংবাদিক সম্মেলনে এসেছেন সুদর্শনা। সুস্মিতা এখনও সাংবাদিকদের মুখোমুখি হননি। এর আগে দলের আরও দুই মুখপাত্র সুদীপ রাহা, ঋজু দত্তদেরও বেশ কিছু প্রশিক্ষণ দিয়েছেন ডেরেক। ক্যুইজ মাস্টার ডেরেকের পরিচিতি বেশ পুরনো। তাঁর বাবা নিল ও’ ব্রায়েন ছিলেন এক্ষেত্রে পুরোধা। এখনও নানা জায়গায় নানা ইভেন্টে ডেরেক সভা পরিচালনার ভার নেন। সে সংসদের ফ্লোর হোক বা দলের কোনও ইভেন্ট। তবে আপাতত চলছে দলের নতুন মুখপাত্রদের যুদ্ধ-প্রস্তুতির পালা।

Advertisement

[আরও পড়ুন: ‘দাদা তুমি মুসলিম?’, নুসরতের সঙ্গে জমিয়ে ইফতার করতেই যশের দিকে ধেয়ে এল কটাক্ষ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ