Advertisement
Advertisement

Breaking News

সপ্তমীর সকালেই অঝোর বর্ষণ, বাকি পুজোতেও বৃষ্টির আশঙ্কা!

সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে।

Thunderstorm warning in Kolkata in next few hours
Published by: Bishakha Pal
  • Posted:October 5, 2019 10:25 am
  • Updated:October 5, 2019 10:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যি করে পুজো ভাসাল অসুর বৃষ্টি। সপ্তমীর সকালে যখন মানুষ সেজেগুজে ঠাকুর দেখতে বেরিয়েছে, তখনই ‘চুল থেকে নখ ভিজিয়ে দিয়ে’ মুষলধারে বৃষ্টি নামল শহর কলকাতায়। তবে শুধু মহানগর নয়, শহরতলীতেও ঝেঁপে বৃষ্টি নেমেছে কোথাও কোথাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সপ্তমীর সকালটা বৃষ্টি মধ্যেই কাটবে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

[ আরও পড়ুন: বাংলা দখলের ছক গেরুয়া শিবিরের, সাংসদদের বাড়তি দায়িত্ব অমিত শাহের ]

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২-৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে বলে আশঙ্কা। পুজোয় বৃষ্টি যে চোখরাঙাবে সেই পূর্বাভাস আগে থেকেই ছিল। পুজো ভেস্তে যাওয়ার আশঙ্কাও করছিলেন অনেকে৷ মহাষষ্ঠীর সকালে আকাশের মুখ ছিল ভার। কিন্তু সপ্তমীতে আর শেষরক্ষা হল না। আশঙ্কা বাস্তব রূপ নিল। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা লাগোয়া কয়েকটি এলাকা।

Advertisement

শনিবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায়। ইতিমধ্যে কয়েক জায়গায় হয়ে গিয়েছে অঝোরে বৃষ্টি৷ পূর্বাভাস বলছে, এ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। শনিবার মোটের উপর সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াল ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অষ্টমী ও নবমীতেও বৃষ্টির আশঙ্কা এড়ানো যাচ্ছে না। নবমী এবং দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisement

[ আরও পড়ুন: সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৯: সেরা পুজো ]

একে বৃষ্টি আবার তার উপর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্বাভাবিক ভাবেই হতাশ উৎসবমুখর বাঙালি। বর্ষা এ রাজ্য থেকে বিদায় নিতে মোটামুটি অক্টোবরের প্রথম সপ্তাহ কেটে যায়। আর এবার পুজো পড়েছে অক্টোবরের প্রথম সপ্তাহেই। সেক্ষেত্রে বৃষ্টিতে পুজোর পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা যেন আরও প্রকট হচ্ছে। বৃষ্টি মাথায় করে নতুন জামাকাপড় পরে পুজোর দিনগুলো মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করে কাটবে কি না, সেই আশঙ্কায় দিন কাটছে উৎসবমুখর বাঙালির। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ