Advertisement
Advertisement
Rajya Sabha

রাজ্যসভার প্রার্থী শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ঘোষণা তৃণমূলের

এই মুহূর্তে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি পদে রয়েছেন প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পালটা নেত্রী ও দলকে প্রণাম জানান ঋতব্রত।

TMC announces the name of Ritabrata Banerjee as Rajya Sabha candidate
Published by: Sucheta Sengupta
  • Posted:December 7, 2024 1:46 pm
  • Updated:December 7, 2024 2:25 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শ্রমিক সংগঠনের দায়িত্বের পর এবার প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়কে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। জহর  সরকারের বদলে রাজ্যসভার ওই আসনটিতে ঋতব্রতর নাম ঘোষণা করল দল। দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি পদে রয়েছেন ঋতব্রত। এদিন সোশাল মিডিয়ায় এই খবর জানিয়ে তাঁকে  শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে দলের তরফে। পালটা সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋতব্রত জানান, নেত্রীর চরণে প্রণাম। 

আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভা নির্বাচন। বাংলায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মাস কয়েক আগে রাজ্যসভায় এই পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএএস জহর সরকার। আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য়সভার সাংসদ পদ ছাড়ার কথা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার পর দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দেন।   

সেই পদটি ফাঁকা হয়ে যাওয়ায় গুঞ্জন চলছিল, জহর সরকারের জায়গায় কাকে পাঠানো হবে সংসদের উচ্চকক্ষে। শনিবার সেই জল্পনার অবসান ঘটল। এক্স হ্যান্ডলে পোস্ট করে ওই আসনের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল রাজ্যের শাসকদল। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন, ঋতব্রত এই পদের যোগ্য। নিজের দক্ষতা, যোগ্যতা আর পারফরম্যান্সের পুরস্কার পেলেন শ্রমিক নেতা। 

 

উল্লেখ্য, ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তাঁকে রাজ্য়সভায় পাঠিয়েছিল সিপিএম। কিন্তু দলের শৃঙ্খলাভঙ্গ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো গুরুতর অভিযোগে ২০১৭ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ঋতব্রতর বিরুদ্ধে দলে তদন্তও হয়। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগ দেন ঋতব্রত। তাঁকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। এবার ফের রাজ্যসভায় পাঠানো হয়েছে তাঁকে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement