Advertisement
Advertisement
Amit Shah Pappu

‘সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ’, অভিষেকের বয়ান টি-শার্টে ছেপে প্রচারে তৃণমূল কর্মীরা!

পুজোর মধ্যেই চলবে তৃণমূলের অভিনব প্রচার।

TMC launches 'Amit Shah Pappu' T-shirt | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 3, 2022 3:27 pm
  • Updated:September 3, 2022 3:27 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাহুল গান্ধী নন, দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ (Amit Shah)। শুক্রবার ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবেই দেগে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের (Abhishek Banerjee) সেই বয়ানকে এবার টি-শার্টে ছেপে প্রচার শুরু করবেন তৃণমূল কর্মীরা। শোনা যাচ্ছে, পুজোর মধ্যে ওই বিশেষ টি-শার্ট পরে ঘুরবেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা।

শুক্রবার ইডি (ED) দপ্তর থেকে বেরিয়ে অভিষেক বলেন, “বিজেপি (BJP) অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ নিজে সবচেয়ে বড় পাপ্পু। আমি জোর গলায় বলছি। কারণ ও বিরোধী শূন্য ফাঁকা মাঠে গোল দিতে চায়। মাঠে ময়দানে আসুন, আপনাদের ক্ষমতা দেখতে চাই। যেখানে যেখানে আপনাদের সরকার নেই, সেখানেই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা। আপনার ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখান।” আসলে বিজেপি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ‘পাপ্পু’ বলে বলে শব্দটিকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে, যাতে ‘পাপ্পু’ শুনলেই কাউকে বোকা বলে মনে হয়। অভিষেক সেই ‘পাপ্পু’ অপবাদই শাহকে ফিরিয়ে দিলেন। 

Advertisement

TMC launches 'Amit Shah Pappu' T-shirt

অভিষেকের এই বয়ানের পরই দেখা যায় তাঁর তুতো ভাইবোনেরা নতুন একটি টি-শার্ট প্রকাশ্যে এনেছেন। যাতে লেখা রয়েছে ‘ইন্ডিয়া’স বিগেস্ট পাপ্পু’ অর্থাৎ ভারতের সবচেয়ে বড় পাপ্পু। সঙ্গে অমিত শাহর একটি কার্টুন। কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করলেও এই টি-শার্ট যে তাঁকে টার্গেট করেই বানানো হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, অভিষেকের ঘনিষ্ঠদের উদ্যোগেই এই টি-শার্টগুলি দলের কর্মীদের দেওয়া হবে। পুজোর মধ্যে সেই টি-শার্ট পরেই মণ্ডপে মণ্ডপে ঘুরবেন তৃণমূল (TMC) কর্মীরা। যদিও সরকারিভাবে এই ধরনের কোনও ঘোষিত কর্মসূচির কথা তৃণমূল জানায়নি।

[আরও পড়ুন: ‘নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে’, সুকান্তর মন্তব্যে তুঙ্গে জল্পনা, কী বলছে তৃণমূল?]

এর আগেও এই ধরনের টি-শার্টের মাধ্যমে বিজেপি বিরোধী প্রচার দেখা গিয়েছে। কখনও ‘ফেকুজি’ লেখা, কখনও ‘সব বেচে দে নরেন’ লেখা টি-শার্ট পরে ঘুরতে দেখা গিয়েছে তৃণমূল এবং বাম ছাত্র-যুবদের। এবার দেখা যাবে ‘ইন্ডিয়া’স বিগেস্ট পাপ্পু’ লেখা টি-শার্ট। যদিও বিজেপি বলছেন, এসব করে তৃণমূল আসলে বারবার যেসব দুর্নীতির অভিযোগ উঠছে সেগুলি ভুলিয়ে দিতে চাইছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement