Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

‘জয় শ্রীরাম বললে সস্তায় পাব?’, পেট্রল পাম্পে গিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

NRC প্রসঙ্গেও বিজেপিকে তোপ দাগলেন কুণাল।

TMC leader Kunal Ghosh slams BJP govt over fuel price hike | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 11, 2021 4:47 pm
  • Updated:July 11, 2021 4:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিমূল্য পেট্রল-ডিজেল। জ্বালানির জ্বালায় জর্জরিত জনতা। মূলবৃদ্ধির জন্য বারবার মোদি সরকারকে দুষছে তৃণমূল। এই পরিস্থিতিতে সরাসরি পেট্রল পাম্পে গিয়ে অভিনব ভঙ্গিতে BJP সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

ঠিক কী করেছেন তৃণমূল নেতা? রবিবার কাঁকুড়গাছিতে শাসকদলের একটি কর্মসূচি ছিল। কুণাল ঘোষ ছাড়াও মন্ত্রী সাধন পাণ্ডে-সহ অন্যান্যরা ছিলেন সেখানে। রবিবার হঠাৎই সভাস্থল সংলগ্ন পেট্রল পাম্পে হাজির হন কুণালবাবু। সেখানে গিয়ে প্রশ্নের সুরে বলেন, “আমি হিন্দু, জয় শ্রীরাম বলতে রাজি আছি, সেক্ষেত্রে কি একটু সস্তায় পেট্রল দেওয়া যাবে?” এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান পাম্প কর্মীরা। তবে তাঁরা সাফ জানান যে, পেট্রলের দাম সকলের জন্যই সমান। এরপর সভামঞ্চ থেকে বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে কুণাল ঘোষ বলেন, “যাঁরা বিজেপিকে ভোট দিলেন, তাঁরা জয় শ্রীরাম বললেও সস্তায় পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস পাবেন না। বিজেপি বরাবর মানুষকে ভুল বুঝিয়েছে। মানুষের পাশে দাঁড়ায়নি।” বিজেপিকে আক্রমণের পাশাপাশি এদিন আমজনতার স্বার্থে রাজ্যের প্রকল্পগুলির কথা তুলে ধরেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর! উত্তেজনা ডেবরায়]

এদিন NRC ইস্যুতেও বিজেপিকে (BJP) আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “বিজেপি বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবে। অর্থাৎ তাঁরা বর্তমানে নাগরিক নন। যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে শান্তনু ঠাকুর মন্ত্রিত্ব পেলেন।” কুণাল ঘোষের দাবি, বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: Corona Virus: রাজ্যে একদিনে সংক্রমিতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, উদ্বেগ বাড়াচ্ছে ৩ জেলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ