Advertisement
Advertisement

Breaking News

অনুপম হাজরা

এমপি ল্যাডের টাকা নিয়ে পকেট গরম করছে তৃণমূল নেতারা: অনুপম হাজরা

প্রতিপক্ষ মিমিকে ‘গ্লাভস চক্রবর্তী’ বলে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী৷

TMC leaders are misusing MP funds money, Anupam Hazra alleged
Published by: Tanujit Das
  • Posted:May 11, 2019 5:41 pm
  • Updated:May 11, 2019 5:41 pm

তনুজিৎ দাস: অরাজনৈতিক ব্যক্তিদের সংসদে পাঠিয়ে, তাঁদের পাওয়া তহবিলের টাকা নিয়ে পকেট গরম করেন তৃণমূল নেতারা৷ প্রাক্তন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ জানালেন, মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা অভিনেত্রী সন্ধ্যা রায়ের সাংসদ তহবিলের টাকা দিয়ে বাসস্ট্যান্ড তৈরির বদলে সাইকেল স্ট্যান্ড তৈরি করেছে জেলার নেতারা৷ এবং সেই কথা নাকি তাঁকে খোদ সন্ধ্যা রায়ই জানিয়েছেন৷

[ আরও পড়ুন: ‘মুসলমানকেও ব্ল্যাকমেল করেছেন’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাহুল সিনহার ]

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান বোলপুরের বিদায়ী সাংসদ৷ চ্যালেঞ্জের সুরে জানান, এবারের নির্বাচনে ওই জেলায় সবচেয়ে খারাপ ফল করবে তৃণমূল৷ বীরভূম আসনটি হাত ছাড়া হবে৷ বোলপুরও হতে পারে৷ এবং এরপরেই অনুব্রত মণ্ডল চাকরি হারাবে৷ তিনি দাবি করেন, সেকারণেই বিজেপিতে ইট পেতে রাখতে চাইছে৷ বিরোধীদের দেওয়া সাম্প্রদায়িক দলের তকমা উড়িয়ে অনুপম হাজরা জানান, ‘‘বিজেপি ধর্ম নিরপেক্ষদের দল৷ আমরা সকল ধর্মকে সম্মান করি৷ তৃণমূল নকল মুসলিম সেজে, আসল মুসলিমদের ভোট পাওয়ার চেষ্টা করছে৷ সেটা মানুষ মেনে নেবে না৷’’ পাশাপাশি বিজেপি প্রার্থী আরও জানান, নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শুভেচ্ছা বার্তাও যেমন দিতে জানেন, তেমনই পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে হামলা করলে তাদের উত্তর দিতেও জানে৷

Advertisement

[ আরও পড়ুন: যাদবপুরের প্রাক্তন সহ-উপাচার্যের রহস্যমৃত্যু, খুনের সন্দেহ ওড়াচ্ছেন না তদন্তকারীরা ]

যাদবপুর লোকসভা আসনে দুঁদে রাজনীতিক বিকাশ ভট্টাচার্যকে প্রার্থী করেছে সিপিএম৷ তৃণমূলের প্রার্থী টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ তবে এদের দু’জনকেই পাত্তা দিচ্ছেন না অনুপম হাজরা৷ প্রতিপক্ষ মিমিকে ‘গ্লাভস চক্রবর্তী’ বলে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী৷ জানান, তৃণমূল প্রার্থীর জনসংযোগ দুর্বল৷ অভিযোগ করেন, ‘‘সিপিএম পার্টির অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে৷ আর মেয়র হিসাবে ব্যর্থ একজনকে রাজনৈতিক ভাবে সচেতন যাদবপুরের মানুষ ভোট দেবেন না৷’’ প্রধানমন্ত্রীর ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে হাতিয়ার করে বিরোধীরা যেভাবে মোদি সরকারের বিরুদ্ধে প্রচার করছে, এদিন তারও উত্তর দেন অনুপম হাজরা৷ জানান, নোটবন্দি করে দেশে যে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছে, তা দেশের উন্নয়নের কাজে লাগাচ্ছেন প্রধানমন্ত্রী৷ সেটাই মানুষের কাছে ১৫ লক্ষ টাকার বিকল্প হিসাবে পৌঁচ্ছে যাচ্ছে৷ বিরোধীরা ভ্রান্ত প্রচার করছেন৷ শাসকদলের মধ্যে বেড়ে ওঠা চোরাগোপ্তা অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত দিয়ে অনুপম হাজরা জানান, বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা বিজেপির হয়েই ভোট করাবে৷ ফলাফল ঘোষণা হলেই তা প্রমাণিত হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ