Advertisement
Advertisement
Nusrat Jahan

ফ্ল্যাট প্রতারণা মামলায় নির্দেশ মেনে আদালতে হাজির নুসরত, জমা দিলেন নথি

এর আগে ফ্ল্যাট প্রতারণা মামলায় আলিপুর জাজেস কোর্ট তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।

TMC MP Nusrat Jahan submits documents in Alipore Judges Court herself | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 20, 2024 2:42 pm
  • Updated:January 20, 2024 4:39 pm

নিরুফা খাতুন:  ফ্ল্যাট প্রতারণা মামলায় অবশেষে প্রকাশ্যে তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আদালতের নির্দেশের চারদিনের মধ্যে হাজিরা দিলেন তিনি।  গত ১৬ তারিখ আলিপুর জাজেস কোর্ট নির্দেশ দিয়েছিল, ওই মামলার শুনানির শুরুতে নুসরতকে হাজিরা দিতেই হবে। সেই নির্দেশ মেনে শনিবার দুপুরে তিনি আদালতে পৌঁছন। হাতে ছিল ফাইল। আইনজীবী-সহ নুসরত আদালতে হাজিরা দিয়ে মামলা সংক্রান্ত যাবতীয় নথি জমা দিয়েছেন বলে খবর। সূত্রের খবর এমনই। এর পরই এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা।

২০১৪ সালে ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে নুসরতের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। যে অর্থ নেওয়া হয়েছিল, তার হিসেব দেননি নুসরত। সেই টাকা তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ ওঠে। গত বছর গড়িয়াহাট থানায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিরা। পরে বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে তাঁরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি (ED) দপ্তরে তারকা সাংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান।

Advertisement

[আরও পডুন: রামের নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ! প্রাক্তন সাংসদের দুর্ভোগের ভিডিও ভাইরাল]

অভিযোগ ওঠার পর নুসরত নিজে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। জানান, তদন্তে তিনি সহযোগিতা করবেন এবং তাতে সত্যিটা বেরিয়ে আসবে। তাঁর দাবি সত্ত্বেও আর্থিক প্রতারণা মামলা দায়ের হয় নুসরতের বিরুদ্ধে। সেই মামলায় তারকা সাংসদের আবেদন ছিল, তিনি আইনজীবী মারফত নথিপত্র পাঠাবেন। কিন্তু নিম্ন আদালতে সেই আর্জি খারিজ করে জানায়, সাংসদকেই হাজিরা দিতে হবে। একই নির্দেশ বহাল রাখে জাজেস কোর্ট। সেই নির্দেশ মেনেই শনিবার আদালতে গিয়ে নথি জমা দিলেন নুসরত জাহান।

Advertisement

[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ