৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আনিস কাণ্ডে এবার পথে TMCP, সিট’কে ধন্যবাদ জানাতে কলকাতায় হবে মিছিল

Published by: Tiyasha Sarkar |    Posted: February 27, 2022 2:31 pm|    Updated: February 27, 2022 2:38 pm

TMC organized a rally to praise SIT for Anis Khan death case | Sangbad Pratidin

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আনিস কাণ্ডে (Anis Khan Death) তোলপাড় বাংলা। হাই কোর্টের নির্দেশ সত্বেও তদন্তে বাধা পাচ্ছে সিট (SIT)। এই পরিস্থিতিতে সিট’কে ধন্যবাদ জানাতে পথে নামতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন (TMCP)। সোমবার কলকাতার রামলীলা ময়দান থেকে মিছিল করবে টিএমসিপি।

ঘটনার সূত্রপাত ১৮ ফেব্রুয়ারি। গভীর রাতে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আমতার ছাত্রনেতা আনিস খানের। পরিবার অভিযোগ করে, ঘটনার নেপথ্যে পুলিশ। গত এক সপ্তাহে সেই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। ছাত্রনেতার মৃত্যুর কারণ সন্ধানে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছেন মৃতের বাবা সালাম খান ও পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার পরই সিট গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৫ দিনের মধ্যে রহস্য উদঘাটনের নির্দেশ দেন তিনি। এদিকে সিটের তদন্ত মানতে নারাজ মৃতের পরিবার। রাজ্য পুলিশের বিরুদ্ধে তদন্ত প্রভাবিক করার আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

Former OC of Amta P.s summoned in Bhawani Bhawan
প্রয়াত ছাত্রনেতা আনিস খান।

[আরও পড়ুন: অর্জুন সিংয়ের নিদানের জের? বুথে বুথে ইভিএম ভাঙার অভিযোগে কাঠগড়ায় বিজেপি]

সব মিলিয়ে তীব্র অসন্তোষের পরিবেশ তৈরি হয়। দফায় দফায় বিক্ষোভে পরপর কয়েকদিন অগ্নিগর্ভ হয়ে ওঠে আমতা। তদন্তে গিয়ে বারবার বাধা পান সিটের সদস্যরা। এই পরিস্থিতিতে হাই কোর্টের তরফে সিটের হাতেই তদন্তভার রাখার সিদ্ধান্ত জানানো হয়। ছাত্রনেতার পরিবারকে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়। তাতে প্রাথমিকভাবে সম্মতি দিলেও শনিবার দেহ ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে গিয়ে বাধা পায় সিট।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামে ছাত্রছাত্রীরা। শনিবার আনিস খুনের সুবিচার চেয়ে কলকাতার পথে নামে সিপিএম শীর্ষ নেতৃত্বও। দোষীদের সঠিকভাবে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারির দাবি করেন তাঁরা। সব মিলিয়ে তদন্ত নিয়ে তৈরি হয় জটিলতা। এসবের মাঝে এবার আনিস কাণ্ডে পথে নামছে টিএমসিপি। জানা গিয়েছে, সোমবার বেলা ১ টায় রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করবে তৃণমূল। তবে সিট অর্থাৎ তদন্তকারীদের ধন্যবাদ জানাতেই এই মিছিলের সিদ্ধান্ত বলে খবর।

[আরও পড়ুন: একজোট হয়ে তৃণমূলের উপর অত্যাচার বিরোধীদের, ‘নিষ্ক্রিয়’ পুলিশ, উলটো সুর মদনের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে