Advertisement
Advertisement

Breaking News

নিত্যযাত্রীকে কাটারির কোপ টোটো চালকের

আহত যাত্রী দিব্যেন্দু আচার্য আশঙ্কাজনক অবস্থায় বেলুড় হাসপাতালে ভর্তি৷

Toto driver attacks passenger
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 2:59 pm
  • Updated:November 3, 2016 2:59 pm

স্টাফ রিপোর্টার: ফের টোটো চালকের হাতে আক্রান্ত এক যাত্রী৷ অফিস যাওয়ার সময় ওই যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কাটারি দিয়ে তাঁর মাথায় কোপ মারে টোটো চালক৷ ধার দেওয়া টাকা চাওয়াতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন আহত যাত্রী৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বালি ঘোষপাড়া রোডে৷ আহত যাত্রী দিব্যেন্দু আচার্য আশঙ্কাজনক অবস্থায় বেলুড় হাসপাতালে ভর্তি৷

ঘোষপাড়া রোডের বাসিন্দা দিব্যেন্দুবাবু জানিয়েছেন, প্রতিদিন বাপ্পা নামের ওই টোটো চালকের টোটোতে চেপে অফিসের জন্য বের হতেন তিনি৷ গত ছয় মাস আগে দিব্যেন্দুবাবুর কাছে টাকা ধার চায় বাপ্পা৷ তাকে এক হাজার টাকা ধার দেন দিব্যেন্দুবাবু৷ তবে কয়েকদিনের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও দেয়নি বাপ্পা৷ ছয় মাস কেটে গেলেও টাকা ফেরত না পেয়ে বুধবার রাতে বাপ্পার থেকে টাকা ফেরত চাইতে যান দিব্যেন্দুবাবু৷ টাকা চাইলে টালবাহানা করতে থাকে বাপ্পা৷ তবে টাকা ফেরত নেওয়ার ব্যাপারে অনড় ছিলেন দিব্যেন্দুবাবু৷ এর পরই ওই টোটো চালকের সঙ্গে বচসা বেধে যায় তাঁর৷ বচসার পর যদিও টাকা ফেরত দিয়ে দেয় বলে জানিয়েছেন দিব্যেন্দুবাবু৷ তবে সেদিনের ঘটনার ক্ষোভ মনের ভিতর পুষে রেখেছিল বাপ্পা৷ এদিন সকালে অফিস যাওয়ার পথে দিব্যেন্দুবাবুর পিছু নেয় বাপ্পা৷ মাঝরাস্তায় আচমকা পিছন থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় সে৷ দিব্যেন্দুবাবু পড়ে যেতেই তাঁর উপরে কাটারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাপ্পা৷ ধারালো ওই অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ মারে সে৷ এর পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে৷

Advertisement

রক্তাক্ত অবস্থায় দিব্যেন্দুবাবুকে স্থানীয় বেলুড় হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ এর পর বাপ্পার বিরু‌দ্ধে নিশ্চিন্দা থানার অভিযোগ জানিয়েছেন তিনি৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাপ্পা৷ এর আগেও অনেকবার যাত্রীদের মারধর করা-সহ অস্ত্র রাখার মতো একাধিক অভিযোগ উঠেছে টোটো চালকদের বিরু‌দ্ধে৷ এদিনের এই ঘটনা ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিল টোটো চালকদের ভূমিকা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ