Advertisement
Advertisement

অ্যাপ ক্যাবে ওঠা নিয়ে গন্ডগোল, পার্ক স্ট্রিটে মহিলাকে চড় কর্তব্যরত এসআইয়ের

বালিগঞ্জে বেআইনি পার্কিংয়ের প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের।

Traffic cop slaps woman in Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 20, 2018 2:30 pm
  • Updated:December 20, 2018 2:32 pm

অর্ণব আইচ: শহরের রাস্তায় পুলিশি নিগ্রহের শিকার এক মহিলা। পার্ক স্ট্রিটে কর্তব্যরত এসআই তাঁকে চড় মেরেছেন বলে অভিযোগ। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। থানায় অভিযোগ দায়ের করার পর অবশ্য তিনি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, আবার বালিগঞ্জে বেআইনি পার্কিংয়ের প্রতিবাদে ট্রাফিক গার্ডের ওসিকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

[হাতের মুঠোয় ‘স্কিমার’, পুলিশের জালে এটিএম জালিয়াতির নয়া চক্র]

Advertisement

জানা গিয়েছে, পার্ক স্ট্রিটে একটি বেসরকারি সংস্থায় উচ্চপদে চাকরি করেন আক্রান্ত ওই মহিলা। তাঁর দাবি, বুধবার সন্ধেয় অফিস থেকে ফেরার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন। ক্যাবের চালককে পার্ক স্ট্রিটের এপিজে হাউসের সামনে আসতে বলেছিলেন তিনি। কিন্তু, রাসেল স্ট্রিট দিয়ে পার্ক স্ট্রিটে পৌঁছানোর পর অ্যাপ ক্যাবটি মল্লিকবাজারের দিকে চলে যাচ্ছিল। গাড়িতে ওঠার জন্য যখন দৌঁড়াচ্ছেন, তখন ওই মহিলা দেখেন, গাড়িটিকে দাঁড়াতে দিচ্ছেন না কর্তব্যরত এসআই। ক্যাবের গায়ে রীতিমতো লাঠি দিয়ে মারছেন তিনি। দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলে, কর্তব্যরত এসআই ওই মহিলাকে চড় মারেন বলে অভিযোগ। ঘটনায় হকচকিয়ে যান বেসরকারি সংস্থার মহিলার কর্মীটি। পার্ক স্ট্রিট থানায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। যে পুলিশকর্মী চড় মেরেছেন বলে অভিযোগ, তাঁর নাম এইচ মণ্ডল। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ওই মহিলার কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

এদিকে বৃহস্পতিবার সকালে আবার বালিগঞ্জে বেআইনি পার্কিংয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ট্রাফিক গার্ডের ওসি-ও। বালিগঞ্জের ৬৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, রাস্তার দু’ধারে দিনভর বেআইনিভাবে গাড়ি রাখা থাকে। ফলে যাতায়াতে সমস্যা হয়। এমনকী, বাড়িতেও ঢোকা যায় না! যদিও বালিগঞ্জে বেআইনি পার্কিংয়ের অভিযোগ অস্বীকার করেছে ট্রাফিক পুলিশ। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

[পিএইচডি করার সুযোগ না দিলে অনশন প্রত্যাহার নয়, সিদ্ধান্তে অনড় মাও নেতা অর্ণব ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ