Advertisement
Advertisement

Breaking News

শিয়ালদহ মেন শাখায় ট্রেন অবরোধ, চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা

রেল অবরোধের জেরে এদিন বিটি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়৷

Train blockade in sealdah main section
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 7, 2016 3:09 pm
  • Updated:October 7, 2016 3:09 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: মহাষষ্ঠীর সকালে রেল অবরোধে নাকাল নিত্যযাত্রীরা৷

দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগে শুক্রবার সকালে বেলঘরিয়া-আগরপাড়া স্টেশনের মাঝে তিন ও চার নম্বর রেলগেটের কাছে রেল অবরোধ করেন ক্ষুব্ধ নিত্যযাত্রীরা৷ যার জেরে শিয়ালদহ মেন শাখায় বেশ কিছুক্ষণের জন্য আপ ও ডাউন লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়৷ চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা৷ এদিন সকালে ডাউন নৈহাটি লোকাল ওই এলাকায় এসে সিগন্যালে দাঁড়িয়ে যায়৷ এমনিতেই ট্রেনটি এদিন ৯.২৫-এর বদলে ৯.৪৫-এ ছেড়েছিল৷ এছাড়াও বারাকপুর স্টেশনে ট্রেনটিকে আচমকাই দু’ নম্বর থেকে চার নম্বর প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হয়৷ এগুলি নিয়ে ক্ষোভ জমছিল নিত্যযাত্রীদের মধ্যে৷ ফের সিগনালে প্রায় দশ মিনিট দাঁড়ানোয় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা৷ ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা৷ ১ নম্বর আপ গেদে লোকাল ও ২ নম্বর ডাউন লোকাল আটকে দেওয়া হয়৷ শিয়ালদহ-রানাঘাট মেন সেকশন-এ সাড়ে দশটা থেকে রেল চলাচল বন্ধ হয়ে যায়৷ যাত্রীদের বক্তব্য, প্রায় প্রতিদিনই ট্রেন দেরিতে চলে৷ অফিসে নির্দিষ্ট টাইমে পৌঁছতে অসুবিধায় পড়ে যান তাঁরা৷ অবরোধ চলাকালীন ১ নম্বর আপ গেদে লোকাল ও ২ নম্বর ডাউন লোকালের যাত্রীরাও স্টেশনে নেমে আসেন৷ খবর পেয়ে বেলঘরিয়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে৷ পুলিশ নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দিতে বলে৷ প্রশাসনিক আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷

Advertisement

রেল অবরোধের জেরে এদিন বিটি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ এদিকে পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ও হাওড়া বিভাগের শহরতলির রুটে পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ পুজোর দিনে ভোররাত পর্যন্ত ঠাকুর দেখেন সাধারণ মানুষ৷ সেজন্য শিয়ালদহ বিভাগে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমীতে ১০ জোড়া করে বিশেষ ট্রেন চলবে৷ সপ্তমী থেকে দশমী এবং লক্ষ্মীপুজোর দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রবিবারের সূচি অনুযায়ী ট্রেন চলবে৷ তবে সংশ্লিষ্ট দিনগুলিতে শিয়ালদহ দক্ষিণ শাখার তিনটি মাতৃভূমি লোকাল ও শিয়ালদহ মেন ও নর্থ শাখায় সাতটি লোকাল ট্রেন (চারটি মাতৃভূমি লোকাল-সহ) দুপুর দুটোর পর বাতিল করা হবে৷ নৈহাটি-রানাঘাটের মধ্যে দু’জোড়া ট্রেন বাতিল থাকছে৷ শিয়ালদহ-বারুইপুরের মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ শিয়ালদহ স্টেশনের মতো হাওড়া বিভাগেও পুজোর ক’দিন বিশেষ ট্রেন চালানো হবে৷ আটটি বিশেষ ট্রেন চলবে যেগুলি যাত্রাপথে প্রতিটি স্টেশনে থামবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ