Advertisement
Advertisement

Breaking News

Rail

টিটিইরা যেন এখন ‘পান্ডা’! যাত্রী খুঁজছেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টারে

ব্যাপারটা কী?

TTE offering extra fair tickets for passengers | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 14, 2022 8:08 pm
  • Updated:June 14, 2022 8:08 pm

সুব্রত বিশ্বাস: হাওড়া স্টেশনে টিটিইদের দশা এখন নাকি ‘পান্ডা’দের মতো! অভিযোগ, টিকেটিং জোন ছেড়ে এখন তারা পৌঁছে যাচ্ছেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টার পর্যন্ত। উদ্দেশ্য, কে কোন ট্রেনে যাত্রা করতে চান তা জানতে চাওয়া। তাঁরা বলছেন, “কাউন্টারে টিকিট পাবেন না, আমরাই করে দেবে। দিতে হবে ২৫০ টাকা জরিমানা।” সেই জরিমানা দিয়েই নিরাপদে যাত্রা করতে পারবেন যাত্রী।

টিটিইর সেই আশ্বাসে হাতে স্বর্গ পাওয়া দশা একাধিক যাত্রীর। মধুসূদন কর্মকার (নাম পরিবর্তিত)। তিনি দুনের টিকিট কাটতে কাউন্টারে যান। সংরক্ষিত টিকিট না পেয়ে অসংরক্ষিত কামরায় যাত্রা করার পরিকল্পনা নিয়ে ইউটিএস কাউন্টারে টিকিট কিনতে গিয়েছিলেন, কিন্তু পাননি। কারণ, দুন এক্সপ্রেসের সব কামরাই রিজার্ভড। অগত্যা টিটির আশ্বাসেই জরিমানা দিয়ে ‘এক্সট্রা ফেয়ার টিকিট’ নেন, নিরাপদ যাত্রার আশায়।

Advertisement

[আরও পড়ুন: মঙ্গলবারও মিলল না জামিন, আরও ৭ দিন জেলেই রোদ্দুর রায়]

হাওড়া থেকে অধিকাংশ যে দূরপাল্লার ট্রেনে এখন ছাড়ছে, সেগুলিতে এখনও অসংরক্ষিত কোচ দেওয়া হয়নি। কিন্তু আপদকালীন যাত্রার যাত্রী অনেক। আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। আয় বাড়লেও এই নিয়ম আইনের পরিপন্থী বলে রেলই জানিয়েছে। সংরক্ষিত ট্রেনে টিকিটের মূল্যের সঙ্গে ২৫০ টাকা জরিমানা যুক্ত করে সংরক্ষিত টিকিটবিহীন যাত্রীদের ট্রেনে চড়ার অনুমতি দিয়ে দিচ্ছেন টিকিট পরীক্ষকরা। বিনা টিকিটের যাত্রীদের ধরপাকড় নয়, টিটিইরা এখন ব্যস্ত এভাবে রেলের ভাঁড়ার ভরতে।

হাওড়ার অধিকাংশ ট্রেনেই চালু হয়নি এই ধরনের কোচ। ফলে চাহিদার নিরিখে টিটিইবাবুরা নেমে পড়েছেন মাঠে। একেবারে শেষমুহূর্তে কারা পাচ্ছেন না সংরক্ষিত টিকিট, তাদেরই খুঁজে বের করে ইএফটি করানোয় এখন তাদের নজর। কমার্শিয়াল বিভাগের কর্তারা এনিয়ে কোনও মন্তব্য না করলেও জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকে সব ট্রেনে অসংরক্ষিত কামরা চালু হয়ে যাবে। এরই মধ্যে যা বাড়তি আয় করা সম্ভব তাই করে নিচ্ছে ওই ডিভিশন বলে মনে করেছেন অনেক রেলকর্তাই।

Advertisement

[আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষক নিয়োগেও দুর্নীতি, কমিশনকে মোটা অঙ্কের জরিমানা করল কলকাতা হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ