Advertisement
Advertisement

Breaking News

সেতু বিপর্যয়ে খুনের মামলার দাবি যুব মোর্চার, ধুন্ধুমার পোস্তায়

পুলিশকে হেনস্তার অভিযোগ৷

BJP stages protest near Posta flyover
Published by: Kumaresh Halder
  • Posted:September 6, 2018 3:32 pm
  • Updated:September 6, 2018 3:32 pm

রূপায়ন গঙ্গোপাধ্যায়: মাঝেরহাট সেতু বিপর্যয়কে ঢাল করে ‘ঘোলা জলে মাছ ধরতে’ আসরে নামল বঙ্গ বিজেপি৷ ২০১৬ সালের ৩১ মার্চে বিপর্যস্ত অভিশপ্ত বিবেকানন্দ উড়ালপুলের ধ্বংসাবশেষ সরানোর দাবি তুলে বৃহস্পতিবার আন্দোলনে নামলেন বিজেপির কর্মীরা৷ আগুন জ্বালিয়ে ঝান্ডা হাতে এদিন পোস্তা উড়ালপুলের সামনে বিক্ষোভ দেখান বিজেপির সমর্থকরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিজেপি কর্মীদের রোষের মুখে পড়তে হয় পুলিশকে৷ অভিযোগ, এদিন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা৷ পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও চলতে থাকে৷ পুলিশের সঙ্গে একপ্রস্ত ধ্বস্তাধস্তি হয় বলেও জানা গিয়েছে৷ বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে পোস্তা এলাকায় সাময়িক যানজটের পরিস্থিতি তৈরি হয়৷

[ট্রাফিক নিয়ন্ত্রণে গিয়ে ট্যাঙ্কারের চাকায় পিষ্ট পুলিশকর্তা, সিসিটিভিতে দুর্ঘটনার ছবি]

জানা গিয়েছে, পোস্তা উড়ালপুল বিপর্যয়ে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের দাবিতে এদিন পোস্তা উড়ালপুলের ধ্বংসাবশেষের কাছে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ উত্তর কলকাতা বিজেপির যুব মোর্চার ডাকা এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সভাপতি দীনেশ পাণ্ডে৷ এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি পোস্তা থানায় একটি ডেপুটেশন জমা দেন যুব মোর্চার নেতা-কর্মীরা৷ বৃহস্পতিবারে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন প্রায় শ’পাঁচেক বিজেপি সমর্থকরা৷ বিজেপির নেতা কর্মীদের নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ৷ অভিযোগ, সেখানেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধস্তি হয়৷ পরে থানায় গিয়ে পোস্তা উড়ালপুলের ধ্বংসাবশেষ সরানো-সহ অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্তের গতি বাড়ানোর দাবি জানানো হয়৷ একই সঙ্গে মাঝেরহাট সেতু দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান যুব মোর্চার কর্মীরা৷

Advertisement

[আরও মহার্ঘ জ্বালানি, কলকাতায় পেট্রল পেরল ৮২ টাকার গণ্ডি]

Advertisement

২০১৬ সালের ৩১ মার্চ৷ সেই দুঃস্বপ্নের কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন কলকাতাবাসী৷ পোস্তা এলাকায় ভেঙে পড়েছিল নির্মীয়মাণ ফ্লাইওভার। আচমকা চিরঘুমে চলে গিয়েছিলেন বহু মানুষ। ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় পরিবার-পরিজনকে হারিয়েছিলেন অনেকে৷ জোরকদমে চলেছিল উদ্ধার কাজ৷ নেমেছিল সেনা৷ নির্মাণকারীদের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ৷ কিন্তু, দু’বছর কেটে গেলেও এখনও বদল ঘটেনি পরিস্থিতিতে৷ সরানো যায়নি ভাঙা উড়ালপুলের অংশ৷ একাধিক কমিটি গঠন করা হলেও তদন্তের অগ্রগতি হয়নি বলে অভিযোগ বিজেপির৷  

[মুক্তির দিন, যুগান্তকারী রায়ে উচ্ছ্বসিত রূপান্তরকামী বোর্ডের সদস্য রঞ্জিতা সিনহা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ