Advertisement
Advertisement

শিশুপাচার কাণ্ডে ধৃত বিজেপির রাজ্য নেতা

সুটিঁয়ার সরকার দম্পতি জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় নিত্যানন্দ বিশ্বাসকে৷

Two more doctor arrested for involvoing child trafficking
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 12:51 pm
  • Updated:November 30, 2016 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুপাচার কাণ্ডে গ্রেফতার আরও দুই চিকিৎসক৷ ধৃতদের একজন দিলীপ ঘোষ, যিনি বঙ্গ বিজেপির রাজ্য কমিটির সদস্য৷ সুঁটিয়ার সরকার দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় নিত্যানন্দ বিশ্বাস নামে আরও এক চিকিসককে৷

সূত্রের খবর, হার্টে ফুটো আছে বলে সুঁটিয়ার সরকার দম্পতির সদ্যোজাতকে বেহালার মহানন্দ সেবা প্রতিষ্ঠানে আনা হয়৷ এরপর অপারেশনের শিশুটিকে মৃত ঘোষণা করা হয়৷ ঘটনাটি ঘটে ২০১৪-র জুলাই মাসে৷ জানা গিয়েছে, নিত্যানন্দ বিশ্বাস নামে ওই চিকিৎসকের সঙ্গে যোগ ছিল  তপন বিশ্বাস নামে এক হাতুড়ে ডাক্তারের৷ মোহনা নার্সিংহোমের সঙ্গে যুক্ত এই হাতুড়ে তপন বিশ্বাসের হাত ধরেই চলত পাচার কাজ৷

Advertisement

অন্যদিকে গ্রেফতার করা হয়েছে দিলীপ ঘোষ নামে আরও এক চিকিৎসকে৷ বিধাননগর পুরনিগমের নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি৷ ঘটনা জানাজানি হতেই দিলীপ ঘোষকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ ধৃত চিকিৎসক পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেইে দিলীপ ঘোষের নাম পান তদন্তকারীরা৷ দিলীপ ঘোষের বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়৷ সিআইডি সূত্রে খবর, নিত্যানন্দ বিশ্বাস, দিলীপ ঘোষ, ও পার্থ চট্টোপাধ্যায় এই তিনজনই এমবিবিএস৷ বাকিরা সবাই হাতুড়ে৷ সিআইডি সূত্রে খবর ধৃত দিলীপ ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায় দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছেন গোয়েন্দারা৷

এদিকে শিশুপাচার নিয়ে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার৷ পুরসভা ও পুলিশকে রাজ্যের বিভিন্ন এনজিও ও হোমগুলির কার্যকলাপ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে৷ খতিয়ে দেখার পর সমস্ত রিপোর্ট নিয়মিত রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে পুরসভাকে৷ পাশাপাশি এনজিও ও হোমগুলি এবার থেকে পরিদর্শন করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি৷ গতকালই শিশুপাচারের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের শিশু ও নারী কল্যাণমন্ত্রী শশী পাঁজা এবার থেকে শিশু দত্তক নেওয়ার উপরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন পুলিশকে৷ অন্যদিকে হাই কোর্টের নির্দেশমতো শিশুপাচার নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement