Advertisement
Advertisement
VHP

লোকসভার জমি তৈরির চেষ্টা, অক্টোবরে রাজ্যে ‘শৌর্য জাগরণ যাত্রা’ বিশ্ব হিন্দু পরিষদের

বাঙালির দেশপ্রেম এবং হিন্দুত্ব জাগাতে চাইছে ভিএইচপি।

VHP and Bajrang Dal to organise Shaurya Jagran Yatra in West Bengal too | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 5, 2023 7:24 pm
  • Updated:August 5, 2023 7:33 pm

সুদীপ রায়চৌধুরী: ধর্মান্তকরণের প্রতিবাদ, দেশপ্রেম জাগরণের ভাবনা এবং লাভ জেহাদ (Love Jihad) রুখতে দেশজুড়ে শৌর্য জাগরণ যাত্রা শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। যার অংশ হিসাবে এবার বাংলাতেও একাধিক কর্মসূচি নিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। অক্টোবরের গোড়াতে অর্থাৎ উৎসবের মরশুম শুরুর ঠিক আগে বাংলাজুড়ে এই শৌর্য জাগরণ যাত্রা হবে।

জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মূল উদ্দেশ্য স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে দেশপ্রেমের জাগরণ ঘটানো। এই কর্মসূচির অংশ হিসাবে VHP এবং বজরং দলের কর্মীরা গ্রামে গ্রামে যাবেন। গ্রামবাসীদের মধ্যে স্থানীয় বা প্রচারের আলোর বাইরে থাকা স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বিস্তারিত জানাবেন, তাঁদের কাহিনী দিয়ে যুবসমাজকে অনুপ্রাণিত করবেন। এর পাশাপাশি যুব সমাজের মধ্যে লাভ জেহাদ এবং ধর্মান্তকরণের বিরোধী প্রচারও চলবে। গ্রামে গ্রামে ছোট ছোট সভা, মিছিল করে এই কর্মসূচি গুলি পালন করা হবে।

Advertisement

[আরও পড়ুন: দিল্লি হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে বিদ্ধ কপিল মিশ্রকে বড় পদ দিল বিজেপি, তুঙ্গে বিতর্ক]

এর পাশাপাশি কেন্দ্রীয় স্তরেও গোটা তিনেক কর্মসূচির কথা ভাবা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের প্রচারপ্রমুখ সৌরিশ মুখোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গে ভিএইচপির যে চারটি বিভাগ আছে, সেই চার বিভাগেই কেন্দ্রীয় স্তরে চারটি শৌর্য জাগরণ মিছিল করার পরিকল্পনা করা হচ্ছে। এই মিছিলগুলি এসে মিশবে কলকাতায়। শেষে কলকাতায় একটা সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে ভিএইচপির।

Advertisement

[আরও পড়ুন: কারও সর্বনাশ… রাস্তায় সর্ষের তেলের ট্যাঙ্কার উলটে যেতেই লুট জনতার]

পুরো পরিকল্পনাটি করা হয়েছে ১-১৫ অক্টোবরের মধ্যে। অর্থাৎ উৎসবের মরশুম শুরুর ঠিক আগে। এবং লোকসভা নির্বাচনের মাস ছ’য়েক আগে। আসলে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল চাইছে লোকসভার আগে আমজনতার মধ্যে একই সঙ্গে হিন্দুত্ব এবং দেশপ্রেমের ভাব জাগিয়ে তুলতে। যা লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections) বিজেপিকে বিপুল ডিভিডেন্ট দিতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ