সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ জুন, ভারতের বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন! ওড়ার পরমুহূর্তে অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ! এই দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’
এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত। এটা অত্যন্ত দুঃখের ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি। তাঁদের সমবেদনা জানাই। যদিও সকলের জীবিত থাকার খবরের আশায় রয়েছি। বিমানের সকলের জীবিত থাকার প্রার্থনা করছি।’ তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনার খবরে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে। যদিও হতাহতের স্পষ্ট খবর নেই। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।”
Stunned and profoundly shocked to know of the most tragic Air India plane crash at Ahmedabad today. It is a most sad news for all of us and I convey my condolences to victim families, even while we anxiously wait for survivors details and pray for survival of all.
The crash…
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2025
শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্থদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি।’
শুধু মমতা নন, শোকপ্রকাশ করেছেন অসামরিক বিমানমন্ত্রী রামমোহন নাইডু কিনজাপুরা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ামাত্র তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছেন। বিমানমন্ত্রক এবং অন্যান্য জরুরিকালীন পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। যথাযথ পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Minister of Civil Aviation, Ram Mohan Naidu Kinjarapu, tweets, “Shocked and devastated to learn about the flight crash in Ahmedabad. We are on highest alert. I am personally monitoring the situation and have directed all aviation and emergency response agencies to take swift and… pic.twitter.com/nLqVIMoTZB
— ANI (@ANI) June 12, 2025
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদবও শোকস্তব্ধ। তিনি জানিয়েছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে। জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডোর তৈরি করতে বলা হয়েছে। তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও হয়েছে। তিনি জানিয়েছেন, সবরকমভাবে সাহায্য করতে তৈরি কেন্দ্র। ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.