Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

কলকাতার রাজপথে বাইকে মমতা বন্দ্যোপাধ্যায়, রওনা হাসপাতালের উদ্দেশে

কেন বাইকে চেপে তড়িঘড়ি হাসপাতাল গেলেন মুখ্যমন্ত্রী?

WB CM Mamata Banerjee is on Bike toward SSKM hospital | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 1, 2023 6:22 pm
  • Updated:June 1, 2023 6:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার রাজপথে অপ্রত্যাশিত দৃশ্য। পুলিশের মোটরবাইকে চেপে হাসপাতালের উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

দিল্লিতে পুলিশি হেনস্তার শিকার পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। যার প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূল। বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চে শামিল হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে কুস্তিগিরদের উপর অত্যাচারের জন্য বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এরপর সেখান থেকেই গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদরাও। কিন্তু সেখানে যাওয়ার সময়ই অসুস্থ হয়ে পড়েন এক চিত্র সাংবাদিক। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: স্নাতকের পাশাপাশি স্নাতকোত্তরেও সময়সীমায় বদল, কী জানালেন মুখ্যমন্ত্রী?]

এরপর গান্ধীমূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করার পরই এক পুলিশের মোটরবাইকে চেপে বসেন মমতা। চিত্র সাংবাদিককে দেখতে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছতে পারেন, সেই কারণেই গাড়ির জন্য আর অপেক্ষা করেননি তিনি।

Advertisement

তবে এই প্রথমবার কলকাতার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইকে চেপে দেখা গেল, এমনটা নয়। এর আগে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্কুটারে চেপে নবান্নে পৌঁছেছিলেন মমতা। সেবার চালকের আসনে ছিলেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। তবে তা ছিল পূর্বনির্ধারিত সূচি। কিন্তু শুধুমাত্র এক সাংবাদিকের শারীরিক অবস্থার খবর নিতে আচমকা মুখ্যমন্ত্রীর বাইক সফর নিঃসন্দেহে নজিরবিহীন। তাঁকে দেখতে রাস্তার ধারে রীতিমতো ভিড় জমে যায়। এসএসকেএমের এমার্জেন্সি বিভাগে গিয়ে সাংবাদিকের খবর নিয়ে সেখান থেকেই বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ওই চিত্র সাংবাদিক আপাতত স্থিতিশীল। 

[আরও পড়ুন: মন্ত্রীর কনভয়ে হামলায় ধৃত কুড়মি নেতাদের বাড়িতে শুভেন্দু, দিলেন পাশে থাকার আশ্বাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ