Advertisement
Advertisement
C V Anand Bose

শাহজাহানকে গ্রেপ্তার নিয়ে রাজ্যকে কড়া বার্তা রাজ্যপালের, সাধুদের উপর হামলার নিন্দা

সি ভি আনন্দ বোসের কথায়, ”এখনই রাজ্য সরকারের অ্যাকশন নেওয়া উচিত। আইনশৃঙ্খলার অবনতি এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে এই অনীহা কখনওই বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার যদি সদর্থক পদক্ষেপ না করে, তাহলে সংবিধান অনুযায়ী অ্যাকশন নিতে হবে।”

WB Governor C V Anand Bose strongly reacts against 'inaction' police to arrest Shahjahan Sheikh and demands tom arrest him | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 13, 2024 8:39 pm
  • Updated:January 13, 2024 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি (ED) আধিকারিকদের উপর হামলার ঘটনার পর ৯ দিন কেটে গিয়েছে। এখনও অভিযুক্ত হিসেবে সন্দেহভাজনের তালিকার শীর্ষে থাকা সন্দেশখালির শাহজাহানের কোনও খোঁজই পাওয়া যায়নি। এনিয়ে রাজ্য সরকারের ভূমিকায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। শনিবার সন্ধেবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন, ”শাহজাহান কি অপরাধী? যদি তাই হয়, তাহলে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। অ্যাকশন নিতে হবে। কেন তাঁকে ধরা যাচ্ছে না, তা সকলের সামনে বলা হোক।” পাশাপাশি এদিন রাজ্যপাল পুরুলিয়ায় (Purulia) সাধুদের উপর হামলারও তীব্র নিন্দা করেন। বলেন, এই ঘটনা একেবারেই কাম্য নয়।

গত শুক্রবার সন্দেশখালির অশান্তির পর থেকে বেপাত্তা অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। অনেকেই বলেন, তিনি বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন। বনগাঁর বিজেপি সাংসদ (BJP MP) শান্তনু ঠাকুরের অভিযোগ, পুলিশই তাঁকে পালাতে সাহায্য করেছেন। শাহজাহান বাংলাদেশে পালিয়ে যান কিংবা এখানেই অজ্ঞাতবাসে থাকুন, তাঁর খোঁজ এখনও কিন্তু পায়নি পুলিশ। আর পুলিশের এই ভূমিকা নিয়েই সরব হলেন রাজ্যপাল। তাঁর কথায়, ”এখনই রাজ্য সরকারের অ্যাকশন নেওয়া উচিত। আইনশৃঙ্খলার অবনতি এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে এই অনীহা কখনওই বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার যদি সদর্থক পদক্ষেপ না করে, তাহলে সংবিধান অনুযায়ী অ্যাকশন নিতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ফের হাসপাতালে মদন মিত্র, কেমন আছেন কামারহাটির বিধায়ক?]

গঙ্গাসাগর (Gangasagar) মেলায় যাওয়ার পথে উত্তরপ্রদেশের তিন সাধু আক্রান্ত হন পুরুলিয়ায় (Purulia)। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অবশ্য খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পদক্ষেপ নেয়। তাঁদের উদ্ধার করে সবরকম সাহায্য করেছে পুলিশ। আক্রান্ত সাধুরাই পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এনিয়ে রাজ্যপালের বক্তব্য, ঘটনা কাম্য নয়। পরিস্থিতির দিকে নজর রাখতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘যৌন লালসা নয়, ভালোবাসা’, নাবালিকার ধর্ষণে অভিযুক্তকে জামিন দিল হাই কোর্ট!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ