Advertisement
Advertisement
Kali Pujo 2022

মুখ্যমন্ত্রী এত ছোট ঘরে থাকেন! কালীপুজোয় কালীঘাটের বাড়িতে গিয়ে বিস্মিত রাজ্যপাল

সোমবারই প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল লা গণেশন।

WB Governor La Ganeshan visited Mamata Banerjee's house during Kali Puja | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 25, 2022 10:23 am
  • Updated:October 25, 2022 10:34 am

স্টাফ রিপোর্টার: কালীপুজোয় (Kali Puja) মুখ‌্যমন্ত্রীর বাড়িতে একেবারে চাঁদের হাট। প্রতিবারের মতো এবারও নিজে তদারকি করে পুজো সারলেন মমতা বন্দ্যোপাধ‌্যায় (CM Mamata Banerjee)। এই দিনটিতে একেবারে অন‌্য ভূমিকায় দেখা যায় তাঁকে। প্রশাসক থেকে এদিন তিনি হয়ে ওঠেন ঘরের মেয়ে। সোমবারও এক ছবি। আটপৌরে শাড়ি পরে পুজোর আয়োজন থেকে অতিথি আপ‌্যায়ণ, ভোগ রান্নার খুঁটিনাটি সব দিক দেখে নিয়ে পুজোয় বসেন। তবে এদিন তাঁর বাড়িতে বিশেষ অতিথি ছিলেন নতুন রাজ্যাপাল লা গণেশন (La Ganeshan)। সোমবারই প্রথম সস্ত্রীক গণেশন আসেন মুখ‌্যমন্ত্রীর বাড়িতে। পুজোর আয়োজন ঘুরে দেখেন তিনি। মুখ‌্যমন্ত্রীর এমন সাধারণ জীবনযাপন দেখে রীতিমতো তাজ্জব রাজ‌্যপাল। বিস্ময় গোপন না করেই একসময় তিনি বলে বসেন, ‘এত ছোট ঘরে মুখ‌্যমন্ত্রী থাকেন!’

মুখ্যমন্ত্রীর বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল।

এদিন সকালেই কলকাতা ফেরেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় (Abhishek Banerjee)। চোখের জটিল অস্ত্রোপচার করাতে দুর্গাপুজোর মধ্যেই আমেরিকা (USA) যেতে হয়েছিল তাঁকে। সেখানে ১৯ তারিখ পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তারপর দেশে ফেরেন। চিকিৎসকদের পরামর্শে পুজোর হোম-যজ্ঞে অংশ না নিলেও পরিবারের সকলের সঙ্গে এদিন অঞ্জলি দিয়েছেন অভিষেক। ছিলেন তাঁর স্ত্রী রুজিরা ও দুই সন্তানও। 

Advertisement
মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় অভিষেক-রুজিরা

কোভিড (COVID-19) পরিস্থিতি এখন অতীত। ফলে এদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন মুখ‌্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে। অন‌্যান‌্যবারের মতোই আসেন মন্ত্রী-বিধায়ক, দলের জনপ্রতিনিধি, টলিউডের শিল্পীরা। আসেন রাজ‌্য ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ও শিল্পপতিরা। তার ফাঁকে ফাঁকেই হেঁশেলের খবর নেওয়া চলেছে মুখ‌্যমন্ত্রীর। পুজোর জন‌্য ভুনা খিচুড়ির ভোগ নিজে হাতে রেঁধেছেন।

[আরও পড়ুন: দীপাবলিতে কাটল করোনার আঁধার! দীর্ঘদিন পর দেশে দৈনিক কোভিড আক্রান্ত হাজারের কম]

মাঝে একবার বানতলায় আগুন লাগার খবরও নেন। বারবার সতর্ক করেন দুর্যোগের পরিস্থিতিতে খুব দরকার না থাকলে বাড়ির বাইরে না বেরোতে। ‘নবনীড়’ বৃদ্ধাবাসের আবাসিকদের বাড়ির পুজোয় এবারও আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ‌্যমন্ত্রী। কিন্তু দুর্যোগের আশঙ্কায় তাঁদের এবারের মতো ঘর ছেড়ে বেরতে নিষেধ করা হয়। তবে বরাবরের মতো এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে দলের তারকা জনপ্রতিনিধি ও  মন্ত্রীদের ভিড় ছিল। 

[আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রী অ-শ্বেতাঙ্গ ঋষি সুনাক, দীপাবলিতে ইতিহাস তৈরি ভারতীয় বংশোদ্ভূতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement