Advertisement
Advertisement

কেন বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক রিপোর্ট জমা পড়ল না? একাধিক উপাচার্যকে শোকজ রাজ্যপালের

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত!

WB Governor sent show cause notice to VC of Universities | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 24, 2023 6:21 pm
  • Updated:May 24, 2023 7:53 pm

দিপালী সেন: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত! এবার রাজ্যের অন্তত ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়গুলিকে সাপ্তাহিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। সেই রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে চিঠিও দিয়েছিল রাজভবব। তারপরেও রিপোর্ট আসেনি। এনিয়ে ‘ক্ষুব্ধ’ রাজ্যপাল এবার শোকজের চিঠি ধরালেন।

চিঠিতে লেখা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিকে সাপ্তাহিক রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছিল গত ১৩ এপ্রিল। ১৯ মে সেই নির্দেশিকার কথা মনে করিয়ে চিঠিও দেওয়া হয়। তারপরেও রিপোর্ট জমা করা হয়নি। আচার্যের নির্দেশের পরও কেন সাপ্তাহিক রিপোর্ট জমা করলেন না উপাচার্যরা, তার কারণ দর্শাতে হবে। উপাচার্যদের এবার শোকজ করলেন রাজ্যপাল।

Advertisement

[আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ফেল করেও প্রাথমিকে চাকরি! পর্ষদের তালিকা ঘিরে শোরগোল]

সম্প্রতি সাপ্তাহিক রিপোর্ট সংক্রান্ত চিঠিটি উপাচার্যদের পাঠিয়েছেন রাজ্যপালের সিনিয়র বিশেষ সচিব। চিঠিতে বলা হয়েছে, গত ৪ এপ্রিল ই-মেলের মাধ্যমে জানানো হয়েছিল, সপ্তাহের শেষ কাজের দিনে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজকর্মের রিপোর্ট জমা করতে। কিন্তু, এখনও পর্যন্ত এমন কোনও রিপোর্ট এসে পৌঁছয়নি। রাজভবনের তরফে পাঠানো ওই চিঠিতে উপাচার্যদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে। চিঠির শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে, আচার্যের নির্দেশানুসারেই উপাচার্যদের এগুলি জানানো হচ্ছে।

Advertisement

উপাচার্যদের নির্দেশ দেওয়া হয়েছিল, প্রতি সপ্তাহের শেষে আচার্য তথা রাজ্যপালকে ই-মেল করে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট পাঠাতে হবে। লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয়ে আচার্যের আগাম অনুমতি নিতে হবে। চিঠিতেই বলা হয়েছিল, বড় কোনও সমস্যায় উপাচার্যরা রাজ্যপালের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। রাজ্যপালের এই ধরনের চিঠি বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানোর আইনি বৈধতা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

[আরও পড়ুন: ২০০০ টাকার নোটের পাহাড় পরিচালকের বাড়িতে! তুমুল শোরগোল নেটপাড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ