Advertisement
Advertisement
Supreme Court

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত, যাদবপুরে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

সোমবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির সম্ভাবনা।

WB Govt appeals at Supreme Court challenging appointment of Jadavpur University VC's recruitment | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 20, 2023 8:06 pm
  • Updated:August 20, 2023 8:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রমৃত্যু নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)নিয়োগ করা হয়েছে অন্তর্বর্তীকালীন উপাচার্য। গণিত বিভাগের বিভাগীয় প্রধান বুদ্ধদেব সাহুকে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। শনিবার রাতেই রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে রাজ্য সরকারের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা না করেই এভাবে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে মোটেই ভালভাবে গ্রহণ করেনি রাজ্য সরকার। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ রাজ্য। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে বাংলা প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু (Student Death) ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত ছাত্র ও প্রাক্তনী-সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে। নেপথ্য উঠে আসছে হস্টেলের র‌্যাগিং (Ragging) তত্ত্ব। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেই রাজভবনে ডেকে যাদবপুরের সমস্ত বিভাগীয় প্রধানদের (Departmental head) সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তারপর শনিবার গণিত বিভাগের প্রধান অধ্যাপক বুদ্ধদেব সাহুকে তিনি অন্তর্বর্তী উপাচার্য (Interim VC) পদে নিয়োগ করেন। নির্দেশ পেয়ে দায়িত্ব বুঝে নিতে রবিবারই ক্যাম্পাসে পৌঁছে যান বুদ্ধদেব সাহু। জানান, সংকটকালে দায় নেওয়াটাও কর্তব্য এবং তিনি সবদিক দেখেশুনে শিক্ষার পরিবেশ বজায় রাখতে কাজ করবেন।

Advertisement

[আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডে নয়া মোড়, আচমকাই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স]

তবে বুদ্ধদেব সাহুর এভাবে নিয়োগ নিয়ে ফের রাজভবনের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছে রাজ্য সরকারের। সূত্রের খবর, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে রাজ্যের তরফে। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে। এনিয়ে সদ্য নিযুক্ত উপাচার্য বুদ্ধদেব সাহু ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-কে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, ”আমি এ বিষয়ে কিছু জানি না। কিছু বলবও না। কারণ, আমার নিয়োগকর্তা মাননীয় আচার্য অর্থাৎ রাজ্যপাল। যদি সেই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে, তাতে যাবতীয় পদক্ষেপ নিয়োগ কর্তাই নেবেন। আমি কাজে যোগ দেব, যেমন কথা আছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে যাব।”

Advertisement

[আরও পড়ুন: হাসপাতালে পুলিশকে বয়ান নিতে বাধা, যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপকে নিয়ে বিস্ফোরক তদন্তকারীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ