Advertisement
Advertisement
Calcutta Medical college

মেডিক্যাল কলেজের অনশন না উঠলে বৈঠক নয়! কড়া বার্তা স্বাস্থ্যভবনের, তুঙ্গে জটিলতা

হাসপাতাল ও কলেজ চত্বরে কোনও মিছিল-মিটিং বরদাস্ত নয়, কড়া স্বাস্থ্যভবন।

WB health department might cancel meeting amidst protest at Calcutta Medical college | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 13, 2022 12:36 pm
  • Updated:December 13, 2022 12:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল কলেজে অনশন নিয়ে স্বাস্থ্যভবনের বৈঠক ঘিরে জটিলতা তুঙ্গে। সূত্রের খবর, অনশন না তুললে কোনও বৈঠক নয়, সাফ জানিয়েছে স্বাস্থ্যভবন। ফলে মেডিক্যাল কলেজের অনশনরত পড়ুয়াদের ভবিষ্যত কী, তা নিয়ে টানাপোড়েন অব্য়াহত। তবে কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ড. ইন্দ্রনীল বিশ্বাস সাফ জানিয়েছেন, “এখনও বৈঠক হবে কি না স্পষ্ট নয়। কিন্তু অনন্তকাল এ জিনিস চলতে পারে না।”

ছাত্রভোটের দাবিতে অনশন চালাচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজের সাত পড়ুয়া। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে সিসিইউতে ভরতি এক আন্দোলনকারী। জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেডিক্যাল কলেজে গিয়েছিলেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সুপারের ঘরে বৈঠকেও রফাসূত্র মেলেনি। কার্যত খালি হাতেই তাঁকে ফিরতে হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: বগটুই কাণ্ড: লালনের মৃত্যুর নেপথ্যে হার্ড ডিস্ক? নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে CBI]

মেডিক্যাল সূত্রে খবর, সোমবার রাতেই প্রিন্সিপালকে ফোন করেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। পুরো বিষয়টির বিস্তারিত খবর নেন তিনি। সূত্রের দাবি, স্বাস্থ্যসচিব বলেন, “মন্ত্রীর সঙ্গেই যখন বৈঠকে রফাসূত্র মেলেনি, তাহলে আর স্বাস্থ্যভবনে বৈঠকে কী লাভ হবে?” এরপরই তিনি আরও একবার স্পষ্ট করে দেন, অনশন না উঠলে কোনও বৈঠক নয়।

মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ স্বাস্থ্যভবনে বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক কি তাহলে হবে? এ প্রসঙ্গে জানতে সংবাদ প্রতিদিনের তরফে কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,”দুপুরে সচিবকে ফোন করব। উনি বললে বৈঠকে যাব। কিন্তু এখনও বৈঠকের হবে কি না স্পষ্ট নয়। কিন্তু অনন্তকাল এ জিনিস চলতে পারে না।”

এদিকে রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে কোনও মিটিং, মিছিল বরদাস্ত করা হবে না। ফলে এদিন দুপুরে প্রস্তাবিত নাগরিক মিছিল হাসপাতালের বাইরে হতেই পারে। কিন্তু কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে নয়। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন। ফলে বরফ গলা তো দূর, পরিস্থিতি আরও জটিল হল।

[আরও পড়ুন: বগটুই কাণ্ড: লালনের মৃত্যুর নেপথ্যে হার্ড ডিস্ক? নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement