Advertisement
Advertisement
WB Higher Education department

‘বৈধ নয়’, রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের

চরমে রাজ্য-রাজভবন সংঘাত।

WB Higher Education department orders to stop salary of VCs appointed by governor । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 13, 2023 8:52 am
  • Updated:June 13, 2023 8:52 am

স্টাফ রিপোর্টার: রাজ্যের ১১টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত তীব্রমাত্রা নেয়। এবার তাতে আরেকটি পদক্ষেপ রাজ্যের। আচার্যের অস্থায়ী উপাচার্য নিয়োগ ‘আইনের চোখে বৈধ নয়’ বলে জানিয়ে তাঁদের সমস্ত বেতন ও ভাতা বন্ধে নির্দেশ দিল রাজ‌্য উচ্চশিক্ষা দপ্তর। 

আচার্যের নিয়োগ করা উপাচার্যদের উচ্চশিক্ষা দপ্তর মানে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার নিযুক্ত উপাচার্যদের নির্দেশ দেওয়া হয়েছে, উপাচার্য পদের বেতন ও ভাতা গ্রহণ না করার জন‌্য। সোমবার এই মর্মে উচ্চশিক্ষা দপ্তরের চিঠি পৌঁছেছে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে। যেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন ও তার বিধি মেনে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়াই এই নিয়োগ করা হয়েছে। যা আইনের চোখে বৈধ নয়। চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে ২০১৯ সালের আইনের কথা।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে বঙ্গে ঢুকল বর্ষা, কলকাতায় কালবৈশাখী, তাপমাত্রা কমবে? কী বলছে হাওয়া অফিস!]

যে আইনে, উপাচার্য-আচার্য যোগসাধন হবে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে, যা মানেননি রাজ্যপাল। চিঠিতে জানানো হয়েছে, এই নিয়োগকে বৈধ হিসাবে গ্রহণ করা হচ্ছে না এবং তাই রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর উপাচার্যের দায়িত্বপ্রাপ্তদের বেতন, ভাতা ইত্যাদি আর্থিক অনুমোদন দিতে সম্মতি দিচ্ছে না। উপাচার্য পদের বেতন ও ভাতা না নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে অন্যথা হলে কড়া পদক্ষেপ করা হবে।

Advertisement

তিন মাসের অন্তর্বর্তী উপাচার্যদের মেয়াদ শেষে রাজ্যপাল ‘এককভাবে’ অস্থায়ী উপাচার্য নিয়োগ করতেই শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন, উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কোনও আলোচনা ব্যতিরেকেই আচার্য এই নিয়োগ করেছেন। রাজ্যপালের দ্বারা নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের শিক্ষামন্ত্রী অনুরোধ করেছিলেন এই নিয়োগ প্রত্যাখ্যান করতে। কিন্তু, মাত্র একজন বাদে বাকি দশজনই উপাচার্য পদে যোগ দিয়েছিলেন।

[আরও পড়ুন: শেষপর্বে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, দিওয়ালির আগেই সম্পূর্ণ হবে প্রথমতলের কাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ