Advertisement
Advertisement
Patashpur BJP worker attack case

WB Panchayat Vote 2023: ‘পটাশপুরে বিজেপি কর্মীর চোখ নষ্টের মামলায় লঘু ধারা কেন?’, পুলিশকে প্রশ্ন হাই কোর্টের

এফআইআর রুজু করে তদন্তের নির্দেশ বিচারপতি সেনগুপ্তের।

WB Panchayat Vote 2023: Calcutta HC directs to take proper action on Patashpur BJP worker attack case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 5, 2023 10:03 pm
  • Updated:July 5, 2023 10:03 pm

গোবিন্দ রায়: পটাশপুরে বিজেপি কর্মীর চোখ নষ্টের ঘটনায় এফআইআর রুজু করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে, মামলাকারী অলোক ভূঁইয়া ও তাঁর পরিবারকে পুলিশি নিরাপত্তায় সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই অপরাধে কেন লঘু ধারা দেওয়া হল, বিচারপতির প্রশ্নের মুখে পুলিশ।

অভিযোগ, ২৫ জুন পটাশপুরের ধন্দা বাজারে ভোটে (Panchayat Vote 2023) বিজেপির দলীয় পতাকা টাঙাতে গিয়ে রাজনৈতিক সংঘর্ষে ডান চোখ নষ্ট হয় অলোক ভুঁইয়ার। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস সমর্থকদের দিকে। এমনকি তারা তারপর থেকে ঘরছাড়া ছিল বলেও অভিযোগ। যার প্রেক্ষিতে মামলা দায়ের হয় হাই কোর্টে।

Advertisement

[আরও পড়ুন: ‘পড়ন্ত যৌবনে বান্ধবী খুঁজছেন’, হোয়াটসঅ্যাপ স্টেটাসে বাবাকে আক্রমণ শোভনপুত্র ঋষির]

বুধবার এই সংক্রান্ত মামলায় বিচারপতির প্রশ্ন, “আঘাতে চোখ নষ্টের মতো ঘটনায় পুলিশের লঘু ধারা কেন? রক্তপাতে গুরুতর জখমের ধারা থাকবে না কেন?” আগামী ১১ জুলাইয়ের মধ্যে গুরুতর ধারা এফআইআরে যুক্ত করারও নির্দেশ বিচারপতির।

Advertisement

[আরও পড়ুন: চোখে রাসায়নিক স্প্রে, খাস কলকাতায় যুবকের গায়ে জ্যান্ত সাপ ছেড়ে সোনার চেন নিয়ে উধাও ৪ ‘সন্ন্যাসী’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ