Advertisement
Advertisement

Breaking News

Kolkata police

নেই ট্রেড লাইসেন্স, ‘ব‌্যবসায়ী’ রাজারামের ব্যাঙ্ক লেনদেনে নজর, তেলেঙ্গানায় কলকাতা পুলিশের টিম

১৮ মে পর্যন্ত রাজারাম রেগেকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।

Team of Kolkata Police visits Telengana to get informations on bank account details of Rajaram Rege, allegedly planned to attack on Abhishek Banerjee

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 6, 2024 8:57 am
  • Updated:May 6, 2024 9:53 am

অর্ণব আইচ: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী রাজারাম রেগের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন নিয়ে তথ্য পেতে নতুন করে তদন্তে নামল লালবাজার। পুলিশ সূত্রে খবর, তিনি কোনও ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি। তাই কোনও ব‌্যবসা বা চাকরি তিনি করেন, এমন প্রমাণও মেলেনি। সেখানে রাজারাম রেগের একাধিক ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হল কীভাবে? আদালতে এমনই প্রশ্ন তুলেছেন সরকারি আইনজীবী। এদিকে, তেলেঙ্গানায় কয়েকজন বিশিষ্ট ব‌্যক্তিত্বের সঙ্গে রাজারাম রেগের যোগাযোগের প্রমাণ মিলেছে। সেগুলি যাচাই করতে ইতিমধ্যেই তেলেঙ্গানা গিয়েছে কলকাতা পুলিশের (Kolkata police) টিম। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের উপর হামলার ছক কষার অভিযোগে ২০০৮ সালে মুম্বই হামলার (Mumbai Attack) অন‌্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সঙ্গী তথা ষড়যন্ত্রকারী রাজারাম রেগেকে মুম্বই থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তার সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করতে চাইছে পুলিশ।

পুলিশ হেফাজতে থাকা রাজারাম রেগেকে রবিবার ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হয়। রাজারামের আইনজীবী তার জামিনের (Bail plea) আবেদন করেন। জামিনে বিরোধিতা করেন সরকারি আইনজীবী। দুপক্ষের বক্তব‌্য শুনে তাঁকে ১৮ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এদিন রাজারামের আইনজীবী জানান, তিনি ব‌্যবসায়ী হিসাবে যে কোনও রাজ্যে যেতে পারেন। তিনি শুধু সাংসদের সঙ্গে দেখা করতেই চেয়েছিলেন। তা অপরাধ নয়। পালটা সরকারি আইনজীবী আদালতে আবেদনে জানান, রাজারাম রেগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর আপ্তসহায়কের মোবাইল নম্বর পেলেন কীভাবে? যে কোনও সাংসদের সঙ্গেই দেখা করার জন‌্য কিছু নিয়ম ও পদ্ধতি মানতে হয়। সেখানে সরাসরি রাজারাম ফোন করে দেখা করতে চাইলেন কেন? নিজেকে ব‌্যবসায়ী বলে পরিচয় দিলেও কোনও ট্রেড লাইসেন্স (Trade Licence) দেখাতে পারেননি কেন?

Advertisement

[আরও পড়ুন: এভাবেও ফিরে আসা যায়! চারবারের ব্যর্থতা ভুলে UPSC-তে সফল শ্রীরামপুরের মেয়ে

আগেও রাজারাম রেগের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ মিলেছিল। পুলিশের সূত্র জানিয়েছে, তিনি জেরায় দাবি করেন যে, মুম্বইয়ে (Mumbai) ব‌্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্সের বিশেষ প্রয়োজন হয় না। তাঁর মহারাষ্ট্রের একাধিক ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে প্রচুর টাকার হদিশ মিলেছে। রাজারাম কোনও চাকরি বা ব‌্যবসা যদি না করেন, তবে কীভাবে তাঁর ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে (Bank Account) টাকা এল? পুলিশের দাবি, রাজারামের সঙ্গে তেলেঙ্গানার কয়েকজন বিশিষ্ট ব‌্যক্তি তথা রাজনৈতিক নেতার ব‌্যাঙ্ক লেনদেনের হদিশ মিলেছে। সেই লেনদেনের ব‌্যাপারে আরও তথ‌্য পেতে তেলেঙ্গানায় (Telengana) তদন্তকারী টিম গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ২৫ হাজার ৭৫৩ চাকরি বাতিল: সোমে সুপ্রিম কোর্টে ফের শুনানি, এসএসসির তথ্যে নজর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ