BREAKING NEWS

৭ চৈত্র  ১৪২৯  বুধবার ২২ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

দিনভর চলল সওয়াল-জবাব, হাই কোর্টে পঞ্চায়েত মামলার রায় ঘোষণা বৃহস্পতিবার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 8, 2018 7:32 pm|    Updated: May 8, 2018 7:32 pm

WBPanchayetPoll: Calcutta High Court to pronounce verdict on 10 May

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর চলল সওয়াল-জবাব। কিন্তু, পঞ্চায়েত মামলার নিষ্পত্তি হল না কলকাতা হাই কোর্টে। আগামী বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করবে বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে। কমিশন ঘোষিত তারিখের চারদিন আগে। মঙ্গলবার আদালতে পঞ্চায়েত ভোটের সুরক্ষার খতিয়ান পেশ করে রাজ্য সরকার।

[সিপিএমের ই-মনোনয়নের আরজি মঞ্জুর আদালতে, পঞ্চায়েত ঘিরে ফের ধোঁয়াশা]

এ রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে নজিরবিহীন আইনি জটিলতা। দ্বিতীয় দফায় নির্ঘণ্ট ঘোষণার পরও কাটছে না অনিশ্চয়তা। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তিন দফায় পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। কিন্তু, সেই বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। মনোনয়ন পেশের জন্য অতিরিক্ত সময় দেওয়ারও নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে কমিশন যেমন নয়া নির্ঘণ্ট ঘোষণা করেছে, তেমনি মনোনয়নের পেশের জন্য অতিরিক্ত একদিন সময়ও পেয়েছে বিরোধীরা। কমিশন জানিয়েছে, ১৪ মে এক দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশই। কিন্তু, পঞ্চায়েত ভোটের নিয়া নির্ঘণ্টকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাই কোর্টের মামলা করেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, রাজ্য পুলিশ দিয়ে ৪৭ হাজার ১০০টি বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্ভব নয়। মঙ্গলবার দিনভর মামলাটির শুনানি চলে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে।

[ভাগাড় কাণ্ডে উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন রাজ্যের, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এদিন আদালতে পঞ্চায়েত ভোটের সুরক্ষা নিয়ে আদালতে একটি রিপোর্ট পেশ করে রাজ্য সরকার। শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে ৪৭ হাজার ১০০টি বুথের জন্য কমিশনকে ৭১ হাজার ৫০০ পুলিশ কর্মী দেবে রাজ্য। প্রতিটি বুথে নিরাপত্তার দায়িত্ব থাকবেন একজন সশস্ত্র ও একটি লাঠিধারী পুলিশ। এরপর বিচারপতি কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, ‘নির্বাচন কমিশন কী পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীকে ডাকতে চাইছে?’ কমিশনের আইনজীবী বলেন, ‘পঞ্চায়েত ভোটে রাজ্য যা নিরাপত্তা ব্যবস্থা করেছে, তা পর্যাপ্ত।’ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানতে চান, ‘ভোটের নিরাপত্তা রাজ্য ও কমিশনের বিষয়। কমিশন যদি সন্তুষ্ট হয়, তাহলে আদালত কী করতে পারে?’  দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর রায়দান স্থগিত রাখে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার ফের মামলার শুনানি। সেদিন পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। এদিকে কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ১৪ মে অর্থাৎ আগামী সোমবার পঞ্চায়েত ভোট। সেক্ষেত্রে আদালতের রায় ঘোষণার পর হাতে সময় থাকবে মাত্র চারদিন। এদিকে আবার মঙ্গলবার পঞ্চায়েতে ই-মনোনয়নকে মান্যতা দিয়েছে কলকাতা হাই কোর্ট। তা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। সুতরাং পঞ্চায়েত ভোটের ভবিষ্যত নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা।

[OMG! পুলিশকে দেখেই উঠে বসলেন ‘মৃত’ বৃদ্ধ, চাইলেন খাবারও]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে