Advertisement
Advertisement

Breaking News

নোট বাতিলে মোদিকে আক্রমণ সূর্যর, বিমানের নিশানায় তৃণমূল

কড়া প্রতিক্রিয়া পার্থর৷

We are not demanding like TMC to keep the black money: Left Front chairman Biman Bose
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 12:56 pm
  • Updated:July 25, 2022 12:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের তুমুল সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ নোট দুর্ভোগের প্রতিবাদে সোমবার বামেদের ডাকা ১২ ঘন্টা বাংলা বনধ কর্মসূচির অঙ্গ হিসাবে মৌলালিতে এক মিছিলে যোগ দেন সূর্যকান্তবাবু৷ সেই মিছিল থেকে তিনি তোপ দাগেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে৷ বলেন, “২০১৩ সালে মোদি ১৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বিড়লা গোষ্ঠীর কাছ থেকে৷ সেই মামলা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন৷ ৪৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন সাহারার কাছ থেকে৷ সেগুলো কি সব সাদা টাকা? তাহলে মোদিকে গ্রেফতার করা হবে না কেন?” বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও এদিন মিছিলে পা মেলান৷ তাঁর বক্তব্য, “তৃণমূলের মতো আমরা কালো ধন থাকুক চাইছি না৷ আমরা চাই সাধারণ মানুষ যেন এই দুর্দশা থেকে মুক্তি পান৷”

সিপিএম রাজ্য সম্পাদকের আরও অভিযোগ, ১১ লক্ষ কোটি টাকা বেআইনিভাবে কর্পোরেটদের মধ্যে বিলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ মানুষকে বোকা বানিয়ে, জাতীয়তাবাদীর ভেক ধরে নরেন্দ্র মোদি সাধারণ মানুষের টাকা লুঠ করছেন বলে অভিযোগ করেন তিনি৷ তাঁর আক্রমণ থেকে রেহাই পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ সারদা-নারদ কাণ্ডে তৃণমূলের শীর্ষ নেতাদের পকেটে প্রচুর কালো টাকা ঢুকেছে বলেও অভিযোগ করেছেন সূর্যকান্ত মিশ্র৷ তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, শুধু মিছিল করেই বামেরা থেমে থাকবে না, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ও কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানাতে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বামেরা৷ তবে বামেদের এই বনধকে কটাক্ষ করে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “ঠান্ডা ঘর থেকে বনধ ডেকেছে৷ এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে৷”

(বনধ ডেকে কি তবে রাজ্যে আরও ব্যাকফুটে বামেরা!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ