Advertisement
Advertisement

নোংরা পোশাকে সীমারেখা টানা জরুরি, অবস্থানে অনড় মোক্যাম্বো

শহর জুড়ে ওঠা অভিযোগ ও সমালোচনার মধ্যেও নিজেদের অবস্থানেই অনড় থাকল রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷

We have to draw the line if a person is unclean says Mocambo Manager
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 1:39 pm
  • Updated:September 14, 2016 1:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাক পরিছন্ন নয় বলে এক ড্রাইভারকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে রেস্তোরাঁয়৷ দিলাশি হেমনানি নামে এক মহিলার তোলা এই অভিযোগের ভিত্তিতেই প্রতিবাদে সরব হয়েছে কলকাতা৷ নিন্দার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়েই নিজেদের অবস্থান জানাল মোক্যাম্বো কর্তৃপক্ষ৷

সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার পোস্ট ছড়িয়ে পড়া মাত্র শহরবাসী একযোগে ধিক্কার জানায় রেস্তোরাঁ কর্তৃপক্ষর বিরুদ্ধে৷ শ্রেণিবৈষম্যকে ইন্ধন দেওয়ার অভিযোগে প্রতিবাদের ঢেউ ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ রাতারাতি রেস্তোরাঁর রেটিং নেমে যায় তলানিতে৷ একদিকে যেমন রেস্তোরাঁ কর্তৃপক্ষর এই ধরনের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে, পাশপাশি প্রতিবাদী শহরবাসীদেরও তারিফ হচ্ছে বিভিন্ন মহলে৷ এই পরিস্থিতিতেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ড্যামেজ কন্ট্রোলে নামল অভিজাত এই রেস্তোরাঁ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মোক্যাম্বোর ম্যানেজার আশিস মালিক জানিয়েছেন, “মোক্যাম্বো রেসিস্ট নয়৷ কিন্তু কেউ যদি নোংরা পোশাক পরে আসেন তাহলে তো কোথাও একটা সীমারেখা টানতেই হয়৷” অভিযোগ ছিল, নোংরা পোশাকের কারণেই ওই ড্রাইভারকে ঢুকতে দেননি রেস্তোরাঁ কর্মীরা৷ এদিন কর্মীদের পাশেই দাঁড়িয়ে আশিসবাবু জানিয়েছেন, “আমরা কখনওই কাউকে আলাদা করে দেখি না৷ কিন্তু ওই ব্যক্তির পোশাক নোংরা ছিল৷” যদিও মহিলা তাঁর পোস্টে জানিয়েছিলেন, তাঁর ড্রাইভারের পোশাক যথেষ্ট পরিছন্নই ছিল৷ শহর জুড়ে ওঠা অভিযোগ ও সমালোচনার মধ্যেও নিজেদের অবস্থানেই অনড় থাকল রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ