Advertisement
Advertisement
CM Mamata Banerjee

Mamata Banerjee: স্বাধীনতা দিবসে রেড রোডে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, দুর্গাপুজোর ট্যাবলো প্রদর্শন

রেনকোট পরে বৃষ্টি ভেজা রেড রোডের অনুষ্ঠানে শামিল কচিকাঁচারা।

West Bengal CM Mamata Banerjee hoists Tricolour at Red Road । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 15, 2022 11:47 am
  • Updated:August 15, 2022 1:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার ধাক্কা সামলে স্বাধীনতা দিবসে ফের রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। দু’বছর পর সাধারণ মানুষ যোগ দিলেন সেই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশ আধিকারিকদের হাতে পদক তুলে দেন মুখ্যমন্ত্রী। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রেড রোড।

Mamata

Advertisement

এদিন সকাল ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছন রেড রোডে (Red Road)। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে  পুষ্পবৃষ্টি হয়। 

Advertisement

Mamata

রেড রোডের কুচকাওয়াজে একাধিক ট্যাবলো প্রদর্শন হয়। দুর্গাপুজোর ট্যাবলো দিয়ে শুরু হয় এই  প্রদর্শন। সঙ্গে চলল মুখ্যমন্ত্রীর গাওয়া গান।

Durga

নবনালন্দা স্কুলের পড়ুয়ারা শহিদদের সম্মান জানায়।

Naba-Nalanda

[আরও পড়ুন: দেশের অগ্রগতির জন্য ‘পঞ্চসংকল্প’ মোদির, লালকেল্লা থেকে ঘোষণা]

মাটির সৃষ্টির ট্যাবলোও রেড রোডের কুচকাওয়াজে দেখা যায়।

Matir Sristi

১৪ আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয়। তার পরদিনই রেড রোডে কুচকাওয়াজে দেখা যায় কন্যাশ্রীর ট্যাবলো।

Kanyashree

‘ঐক্যশ্রী’, ‘মাটির সৃষ্টি’, মহিলাদের ক্ষমতায়নের প্রতীক ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র মতো একাধিক ট্যাবলো প্রদর্শন হয়।

Lakkhir-Bhandar

‘দুয়ারে রেশন’, ‘স্বাস্থ্যসাথী’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’, ‘ঐক্যশ্রী’, ‘সবুজ সাথী’ প্রকল্পের ট্যাবলোও দেখা যায়।

Sabooj-Sathi

শিল্পের বার্তা দিয়ে ‘এসো শিল্প গড়ি’ ট্যাবলো প্রদর্শিত হয় রেড রোডে।

Textile

লরেটো হাউস, বালিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, ভবানীপুর গার্লস হাইস্কুল, মাহেশ্বরী গার্লস, যোধপুর পার্ক বয়েজ, সুন্দরবন বালিকা বিদ্যা নিকেতনের মতো একাধিক স্কুলের পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নৃত্য পরিবেশন করে। বৃষ্টির হাত থেকে বাঁচতে রেনকোট পরেই অনুষ্ঠানে শামিল হয় তারা।

Jodhpur-park-Boys-School

জঙ্গলমহলের আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী।

Mamata-Tribal-Dance

খুকরি নৃত্যও প্রদর্শিত হয় এদিন।

Khukri-dance

 

সম্প্রতি বিনোদুনিয়ায় একের পর এক নক্ষত্রপতন হয়েছে। সংগীতজগত হারিয়েছে বহু তারকাকে। তাঁদেরও বিশেষ শ্রদ্ধা জানানো হয় এদিন।

Lata

[আরও পড়ুন: ‘দেশের ক্ষতি করছে ভাই-ভাতিজাতন্ত্র, ফেরত দিতে হবে লুটের টাকা’, কড়া বার্তা প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ