Advertisement
Advertisement

Breaking News

হিন্দি উৎসবের মঞ্চে একাধিক ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

‘‘ভেদাভেদের রাজনীতি করে বিজেপি৷’’

West Bengal CM Mamata Banerjee slams BJP
Published by: Sayani Sen
  • Posted:September 7, 2018 6:25 pm
  • Updated:September 7, 2018 8:29 pm

সন্দীপ চক্রবর্তী: রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোরে রাষ্ট্রীয় বিহারী সমাজের অনুষ্ঠান আয়োজন করা হয়৷ শুক্রবার হিন্দি উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি৷

[সেতুভঙ্গের জেরে ঘুরপথে দুর্গাদর্শন! উদ্বেগে দক্ষিণের পুজোকর্তারা]

৩০ জুলাই  অসমে প্রকাশিত হয় নাগরিকপঞ্জির দ্বিতীয় খসড়া৷ তাতে বাদ গিয়েছে বহু মানুষের নাম৷ হিন্দি উৎসবের মঞ্চ থেকে এনআরসি প্রসঙ্গ তুলে বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোনওভাবেই বাংলাকে ভাগ হতে দেবেন না বলেও জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা-বিহার-ওড়িশা সব এক৷ ফের দেশভাগ হতে দেব না৷’’ বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করারও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘‘বাংলায় সবাই মিলেমিশে থাকে৷ বাংলায় সব ধর্ম সমান৷ ধর্মে ধর্মে কোনও ভেদাভেদ নেই৷ বিজেপি ভেদাভেদের রাজনীতি করে৷ আমরা তা করি না৷’’ 

Advertisement

[সফল অস্ত্রোপচারের পরও মৃত্যু রোগীর! শহরের হাসপাতালে উত্তেজনা]

এছাড়াও এদিনের মঞ্চ থেকে হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটি শাখা সংগঠন তৈরি করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই কমিটির সভাপতি অর্জুন সিং৷সাধারণ সম্পাদক রাজেশ সিনহা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ