সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona Virus) কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ। কবে খুলবে? কবে ফের স্কুলমুখো হবে পড়ুয়ারা? এই প্রশ্ন প্রত্যেকের মনেই। সাংবাদিক বৈঠক থেকে এ বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, পুজোর পর থেকেই স্কুল-কলেজ খোলার চিন্তা-ভাবনা করা হচ্ছে। যদিও সেই সময়কার করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২০ সালের মার্চে বাংলায় করোনা থাবা বসানোর পরই স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। পরবর্তীতে নির্দিষ্ট দুটি শ্রেণির ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনা পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যাওয়ায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ। চলতি বছরেও মাধ্যমিক (Madhyamik Exam 2021),উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam 2021) পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট ২ শতাংশেরও কম। তাই ফের স্কুল-কলেজ খোলার চিন্তা ভাবনা শুরু করল রাজ্য। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “পরিস্থিতি বিবেচনা করে পুজোর পর পর্যায়ক্রমে স্কুল-কলেজ খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। অলটারনেটিভ দিনে ক্লাস করানো হবে। নজর দেওয়া হবে যাতে কঠোরভাবে বিধি নিষেধ পালন করা হয়।” যদিও পড়ুয়াদের সুরক্ষার দিক বিবেচনা করেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, স্কুলে যাওয়ার ছোট ছোট ছেলেমেয়েদের টিকার প্রয়োজন নেই। এদিকে করোনা বাগে আসায় কেউ কেউ স্কুল খোলার পক্ষে। তবে একটি বড় অংশই এখনও এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। কিছু দেশের সরকার চাইছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সব বয়সের পড়ুয়াদের টিকার (Corona Vaccine) কাজটি সেরে ফেলতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.