Advertisement
Advertisement

জয়েন্ট জুলাইয়ের মাঝামাঝিই, সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: জুলাইয়ের মাঝামাঝিই হবে রাজ্যের মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স৷ ফের এ কথা জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা-অধিকর্তা ডা. সুশান্ত বন্দ্যোপাধ্যায়৷ শনিবার পাভলভ হাসপাতালের একটি অনুষ্ঠানে গিয়ে সুশান্তবাবু এই কথা বলেন৷ এদিকে স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স সম্পর্কিত ফাইলটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে৷ শনিবার পর্যন্ত শপথ নিয়ে ব্যস্ত থাকায় দেখার সময় হয়নি৷ সবকিছু ঠিকঠাক […]

west bengal medical joint entrance will held on mid of july
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 12:53 pm
  • Updated:May 29, 2016 12:53 pm

স্টাফ রিপোর্টার: জুলাইয়ের মাঝামাঝিই হবে রাজ্যের মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স৷ ফের এ কথা জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা-অধিকর্তা ডা. সুশান্ত বন্দ্যোপাধ্যায়৷ শনিবার পাভলভ হাসপাতালের একটি অনুষ্ঠানে গিয়ে সুশান্তবাবু এই কথা বলেন৷ এদিকে স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স সম্পর্কিত ফাইলটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে৷ শনিবার পর্যন্ত শপথ নিয়ে ব্যস্ত থাকায় দেখার সময় হয়নি৷ সবকিছু ঠিকঠাক থাকলে, সোমবার ফাইলটি মুখ্যমন্ত্রী দেখে চূড়ান্ত অনুমোদন দেবেন৷ তারপরই জয়েন্টের দিনক্ষণ ঘোষণা হবে৷

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট দেশজুড়ে নিট-এর মাধ্যমে ডাক্তারিতে ছাত্র ভর্তির নির্দেশ জারি করে৷ ২৪ জুলাই নিট-২ হওয়ার নির্ঘণ্টও চূড়ান্ত হয়৷ কিন্তু, বিরোধিতা করে কয়েকটি রাজ্য৷ জানায়, অন্তত এ বছরের জন্য রাজ্য পরিচালিত জয়েন্টের মাধ্যমে ছাত্রভর্তির অনুমোদন দেওয়া হোক৷  স্বাস্থ্য দফতরের তৎকালীন রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর নির্দেশে দিল্লি গিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে আসেন৷ কেন্দ্র অবশেষে অর্ডিন্যান্স জারি করে রাজ্যগুলির দাবিকে সম্মান জানায়৷ ঠিক হয়, এ বছর রাজ্যগুলি চাইলে নিজেদের মতো করে জয়েন্ট এন্ট্রান্স নিতে পারবে৷ প্রসঙ্গত, প্রথম থেকেই রাজ্য বলে আসছিল, নিট-এর সিলেবাস নিয়ে এ রাজ্যের ছেলেমেয়েরা তেমন সড়গড় নয়৷ ফলে, নিট বাধ্যতামূলক হলে এ রাজ্যের পড়ুয়ারা বিপাকে পড়বেন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ