Advertisement
Advertisement

Breaking News

panchayat polls

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের, দ্রুত প্রকাশিত হবে আসন পুনর্বিন্যাসের তালিকা

নিজেদের মতো প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলিও।

West Bengal panchayat polls: EC to publish draft voter list | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 14, 2022 4:59 pm
  • Updated:October 15, 2022 9:04 am

সুদীপ রায়চৌধুরী: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর, আগামী বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। সেজন্য আর দিনকয়েক পরই আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।

সাধারণত যে কোনও নির্বাচনের আগে নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে থাকে। সেই সঙ্গে কোন আসন কাদের জন্য সংরক্ষিত, সেই তালিকাও প্রকাশিত হয়ে থাকে। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ১৯ অক্টোবর রাজ্যের ২২টি জেলার আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের তালিকা প্রকাশিত হবে। নতুন আসনের সীমানা বা সংরক্ষণের তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কমিশনের কাছে অভিযোগ জানাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুজোর আগেই জানিয়ে দিয়েছিলেন আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। সেইমতো রাজ্য নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়া শুরু করার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে শামিল হচ্ছে বেলারুশ! পরমাণু মহড়া শুরু করল রাশিয়া

পুজোর পর থেকেই রাজনৈতিক দলগুলি কমবেশি নিজেদের মতো করে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করেছে। জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নির্দেশ দিয়েছেন, এই সভাগুলি থেকে মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের ভাল কাজগুলি মানুষের কাছে তুলে ধরতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির কথাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: আগামী সপ্তাহে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, দেখা করতে পারেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে]

তৃণমূলের (TMC) পালটা বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ করার চেষ্টা করছে বিজেপিও (BJP)। যদিও গেরুয়া শিবিরের নিচুতলায় সংগঠনের শোচনীয় অবস্থা। অধিকাংশ জেলা ও মণ্ডল পঞ্চায়েত সাব কমিটিই এখনও তৈরি করা যায়নি বলে দলীয় সূত্রে খবর। পঞ্চায়েত ভোটের আগে যা ভাবাচ্ছে রাজ্য নেতাদের। সমস্যা মেটাতে বিজেপি একটি কমিটিও গড়ে ফেলেছে। এদিকে বামেরা বেশ কিছুদিন ধরেই তৃণমূল স্তর থেকে জনসংযোগ শুরু করেছে। রাজ্য নেতারা জেলায় জেলায় গিয়ে সভা করছেন। কংগ্রেসের তরফে ‘ভারত জোড়ো’ যাত্রার আদলে ‘সাগর থেকে পাহাড়’ যাত্রার সূচনা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ