Advertisement
Advertisement

রাজ্য পুলিশের রং-মিলান্তি, খাকির বদলে সাদা হচ্ছে উর্দি

নবান্নের সবুজ সংকেত মিললেই বদলে যাবে উর্দির রঙ৷

West Bengal police to get new uniform
Published by: Kumaresh Halder
  • Posted:September 14, 2018 8:37 pm
  • Updated:September 14, 2018 8:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শহরে পুলিশের উর্দির রং সাদা৷ আর জেলায় খাকি৷ বহুদিনের রেওয়াজে এবার ইতি৷ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাবে এমনই সম্ভাবনাই উঁকি দিচ্ছে৷ কলকাতার মতোই জেলা পুলিশের পোশাকও খাকি থেকে পালটে হবে সাদা৷  এ রাজ্যে পুলিশকর্মীকে অন্তত উর্দির রঙে আর আলাদা করে চেনা যাবে না, যে তিনি জেলার না শহরের৷

[মাঝেরহাট ব্রিজ ভাঙার সিদ্ধান্ত, এক বছরের মধ্যে তৈরি হবে নয়া সেতু]

রাজ্যের স্বরাষ্ট্রদ প্তরের তরফে জানানো হয়েছে, যে সবকটি পুলিশ কমিশনারেট-সহ রাজ্য জুড়ে পুলিশ কর্মীদের উর্দির রং পরিবর্তন করা হবে৷ কনস্টেবল থেকে ইনস্পেক্টর, সমস্ত স্তরের পুলিশকর্মীদের গায়ে উঠতে চলেছে সাদা রঙের উর্দি৷ সত্যি কথা বলতে, খাস কলকাতায় পুলিশকর্মীদের উর্দির রঙে তফাৎ আছে৷ আইপিএস পদমর্যাদার অফিসাররা খাকি পোশাক পরেন৷ কিন্তু, ওসি হোন কিংবা কনস্টেবল, থানায় যাঁরা চাকরি করেন, তাঁদের উর্দির রং সাদা৷ শুধু তাই নয়, শহরতলির বহু এলাকার আবার রাজ্য পুলিশের অধীনে৷ সেখানে খাকি উর্দিতে দায়িত্ব পালন করেন পুলিশকর্মী৷ সেই ভেদাভেদটাই  মুছে দিতে চাইছে প্রশাসন৷ স্বরাষ্ট্র দপ্তরের বক্তব্য, সাদা উর্দিতে ভিড়ের মধ্যেও পুলিশকর্মীদের সহজে চেনাও যায়৷ জানা গিয়েছে, পুলিশকর্মীদের উর্দির রঙ বদলের প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে. সবুজ সংকেত মিললেই এ রাজ্যে পুলিশকর্মীদের গায়ে উঠবে সাদা পোশাক৷  তবে আপাতত আইপিএস পদমর্যাদার অফিসারদের উর্দি রঙ খাকিই থাকবে৷ 

Advertisement

[ভিডিও গেমের নেশায় বুঁদ, মায়ের বকুনিতে আত্মঘাতী কিশোর]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ