Advertisement
Advertisement

Breaking News

ব্রিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন রাজ্য, কমিশন গঠনের ভাবনা

মুখ্যমন্ত্রী রাজ্যে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত৷

West Bengal state government may established a bridge corporation
Published by: Sayani Sen
  • Posted:September 24, 2018 3:17 pm
  • Updated:September 24, 2018 3:23 pm

সন্দীপ চক্রবর্তী: ব্রিজ কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়৷ পুরনো ব্রিজগুলির রক্ষণাবেক্ষণ ও নতুন কোনও ব্রিজ তৈরি হলেও তা দেখভাল করবেন এই কমিশনের সদস্যরা৷ মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফেরার পর এই কমিশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

[মাঝেরহাটের পর বিপর্যয় কাকদ্বীপে, ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু]

রাজ্যে একের পর এক ব্রিজ বিপর্যয় চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের৷ গত পাঁচ বছরে তিনটি বড়সড় ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এই রাজ্যে৷ ২০১৩-য় উল্টোডাঙা, ২০১৬-য় গিরিশ পার্ক ও ২০১৮-য় ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ৷ প্রতিটি ঘটনাতেই প্রাণহানির সংখ্যাও কম নয়৷ এতেও থেমে নেই৷ সোমবার কাকদ্বীপে আবারও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ ব্রিজ৷ কালনাগিনী নদীর উপর তৈরি এই ব্রিজটি ভাঙার ঘটনায় যদিও প্রাণ যায়নি কারও৷ এছাড়াও ইতিমধ্যেই বসে গিয়েছে করুণাময়ী ব্রিজের একাংশ৷ সেই ব্রিজ মেরামতির কাজ যদিও শুরু হয়ে গিয়েছে৷ এছাড়া চিংড়িহাটা ব্রিজের শারীরিক অবস্থা ভাল না হওয়ার ফলে ভারী গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে৷

Advertisement

শহর ও শহরতলির একাধিক ব্রিজের শারীরিক অবস্থাও বিশেষ ভাল নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ পোস্তা, মাঝেরহাটের পরও কাকদ্বীপের ব্রিজ বিপর্যয়ের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন গোটা রাজ্যবাসী৷ শহর ও শহরাঞ্চলের ব্রিজগুলির স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে সকলেরই৷ রাজ্যবাসীর কথা ভেবে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে৷ বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী, দুর্বল ব্রিজগুলির সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বছরখানেকের মধ্যেই মাঝেরহাট ব্রিজও নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

Advertisement

[বিজেপির বনধকে বেআইনি ঘোষণার দাবি, হাই কোর্টে তৃণমূল সাংসদের জনস্বার্থ মামলা]

একের পর এক ব্রিজ বিপর্যয়ের ঘটনা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের৷ সূত্রের খবর, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ব্রিজ নিয়ে আলোচনা করা হয়৷ ওই বৈঠকেই ব্রিজ কমিশন গঠনের চিন্তাভাবনা করা হয়েছে৷ রাজ্যের প্রত্যেকটি সেতুই ওই ব্রিজ কমিশনের অধীনে থাকবে৷ ব্রিজের স্বাস্থ্যের দিকে দেখভাল করবে এই কমিশন৷ তেমনই ওই কমিশন আবার নতুন ব্রিজ তৈরির দায়িত্ব নেবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত রয়েছেন মিলানে৷ বিদেশ সফর সেরে রাজ্যে ফেরার পরই এই ব্রিজ কর্পোরেশন তৈরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ